তুমি কি ভেবেছো-
তোমার দেয়া বিরহে আমি দেবদাস হয়ে যাব?
মুখভর্তি খোঁচা দাড়ি,লম্বা এলোমেলো চুল আর ময়লা
কাপড়ে ছন্মহারা হয়ে পথে পথে ঘুরে বেড়াব?
তুমি কি ভেবেছো-
তোমায় একনজর দেখার জন্য আমি
চন্ডীদাসের মত বর্শী হাতে নেব?
হেরোইন,পেন্সিডেল,মদ আর সিগেরেটের
ধোঁয়ায় তিলে তিলে শেষ করব নিজেকে?
তুমি কি ভেবেছো-
আমি সূর্যমুখীর মত তোমার পানে চেয়ে চেয়ে
হৃদয়ে বেদনার দ্বীপ সৃষ্টি করব?
নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আমি কি
নিশাচর প্রাণী হয়ে যাব?
না! না!! না!!!
যদি তুমি সহজে ভুলতে পারো
আমাকে কষ্ট করে হলেও ভুলতে হবে!
তুমি পারলে আমি পারব না কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




