1। ড্রাফট হিসেবে সেভ করলে যেন সেটা মোট পোস্ট সংখ্যা বৃদ্ধি না করে। কাউয়া নিতাই জাতীয় সমস্যা থেকে মুক্তি চাই। দেখলাম সম্মানিত ত্রিভুজ ভায়াও 135টা পোস্ট করেছেন কিন্তু দেখায় 146। তো এইভাবে অনেকের পোস্ট সংখ্যাই হয়ত সঠিক নয়।
2। ড্রাফট পোস্ট করার পর প্রথম পেজে দেখতে চাই।
3। সার্চ করার সময় বাগ ঠিক দেখতে চাই। ওটা এখন অপ্রয়োজনীয় হিসেবেই পড়ে আছে।
4। এখন সাইটটি দেখার দুটো উপায়: এসকি-ইউনিকোড মিশ্রিত নরমাল মোড, এবং শুধু ইউনিকোড মোড। আরো একটি মোড চাই শুধু এসকি মোড, যেখানে ইউনিকোড পোস্টগুলোও এসকি হিসেবে দেখা যাবে।
5। ইউনিক হিট কাউন্টার চাই।
6। নিজের ব্লগে মোট পোস্ট সংখ্যা কত সেটা জানতে চাই।
7। পুরো সাইটের ভালো স্যাটিসটিকস চাই
8। রেটিং আবার সচল দেখতে চাই।
9। রেটিংয়ের ভিত্তিতে সপ্তাহের সর্বোচ্চ রেটেড পোস্ট দেখতে চাই।
10। ভিজিটের ভিত্তিতে সপ্তাহের সবচেয়ে বেশী ভিজিটেড পোস্টের লিস্ট দেখতে চাই।
11। টুকটাক আরো যত সমস্যা আছে সেগুলোর সমাধান চাই।
কামান চাইলে পিস্তল মিলবে সে আশায়...
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৬ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



