এব্যাপারে বেছে নিয়েছি একসময়ের বহু বির্তকিত, কাঁচা, কড়া ভাষার লেখক রাসেল অষ্টডটু ভাইকে। ইদানীং তাকে দেখা যায় না খুব একটা লেখা লেখি করতে। হয়ত ব্যস্ত, হয়ত আমাদের ভুলে গেছেন।
রাসেল হচ্ছেন খুব প্রতিক্রিয়াশীল একজন লেখক। তার লেখার মাধ্যমে নগ্ন করে ফেলেন তিনি সমালোচিতকে। অনেকে তার কাঁচা ভাষার ব্যবহারকে সহ্য করতে না পেরে হয়ে ওঠেন ভীষণ বিরক্ত। অথচ তার মধ্যে অনেকেই ভাল সাহিত্যিক হবার উপাদানও দেখেছেন।
আপনার কি মনে হয়, রাসেলের লেখা কেমন? রাসেলের কিছু প্রবন্ধ ধরনের আলোচনা আছে, পাঠক মনে হয় খুব কম, কেমন লাগে সেগুলো? আপনি কি মনে করেন বড় ঔপন্যাসিক হয়ে উঠতে পারেন তিনি? কিছু কবিতাও লিখেছেন, কেমন লেগেছে সেগুলো? সমালোচনাগুলো কেমন মনে হয়? ভাষার ব্যবহারে কি তিনি যথেচ্ছাচার করেন? মানুষ হিসেবে কেমন মনে হয় তাকে?
মন খুলে জানিয়ে দিন আপনার মতামত।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ দুপুর ২:০৪