অপ বাক অনেক পুরোনো ব্লগারদের একজন। একসময় ভীষন নিয়মিত সিরিয়াস ব্লগারদের একজন ছিলেন তিনি। তার লেখাগুলো বেশীর ভাগ সমাজ বদলের সিরিয়াস বিষয়গুলো নিয়ে। ধর্ম নিয়েও চিন্তা করার মতন তোলপাড় লেখা লিখেছিলেন তিনি। তবে নিন্তান্তই চিন্তার গভীরতা, ভাষার জটিলতার জন্য বিশেষ একশ্রনীর পাঠক ছাড়া অন্য ধরনের পাঠক খুব কম লক্ষ্য করা যেত।
ভুলে গেছেন কি অপ বাক কে? কেমন লাগত তার লেখা? ইদানীং তিনি লেখেন না কেন? সময়ের অভাবে নাকি উৎসাহের অভাবে? তার লেখা কি খুব জটিল মনে হতো? নাকি মনে হতো সত্যিকারের একজন বোদ্ধা? আবার লেখা দেখতে চান তার? কোন ধরনের লেখায় তাকে মনো নিবেশ করতে পরামর্শ দিবেন? ব্যাক্তিগত জীবনে তাকে কিরকম মানুষ বলে মনে হয়?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ রাত ৩:১৮