এই ছোট বাঙলায় একটা একলা মেঘের
বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন বৃষ্টিতে
ভিজে যাচ্ছে পর ও অপর বাংলা।
পুব দিক থেকে হাওয়া বইছে।
প্রথমে তোমার তারপর আমার গায়ে
এসে পড়ছে ঝাপট ঝন ঝনন ঝঞ্ঝার।
শপাং শপাং বাড়ি খাচ্ছে।
তুমি বুঝেও বোঝো না, অনুধাবন করেও করো না।
না বোঝার ভান- রক্ত হিম করে দিচ্ছে।
পরিস্থিতি হাটু পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। আর ওপরে ওঠানো ঠিক হবে কি না জিজ্ঞেস করছি।
রবিবাবু প্লিজ, থামাও তোমার এই ঘন বরিষণ
এই ভাবে টানা তিনদিন বৃষ্টি হলে
আমি পাগল হয়ে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



