অনাহুত এসেছি এ অন্ধকারে।
অগ্নিপরিখার দিকে বাড়িয়ে দিয়েছি দুই হাত।
পোড়াবে, না গলায় জড়াবে?
প্রেমদগ্ধ পুরোহিতের মতো সংসারের চারিধারে পাক খেতে খেতে
অভিসম্পাত করবে না আমাকে!
আজ সর্বনাশ নিজে নিজেই ডাকছে।
সর্বংসহা বিনাশিনীর কাছে যাও, বলেছে।
গভীর মন্ত্রপুত প্রীতিকুসুমের মতো
তোমার মুখে কান পেতে আমি স্পষ্ট অক্ষরে
শুষে নিতে চাই কথা। থরো থরো উতলা
আকাশে এঁকে দিতে চাই মেঘ।
মিহি গুঞ্জনের স্বরে আলোচনা করতে চাই হিংসার বাণী।
ইন্দ্রধনুর ইন্ধনে, তাকে সাক্ষী রেখে
তোমাকে বিষাতুর করতে চাই আমি।
তোমার যন্ত্রণার কথা ভেবে কাঁদতে চাই
একা একা, বিরাণ মাঠের ভেতর।
ভিক্ষাপ্রার্থীর সর্বস্ব নাও তুমি
সর্বস্বান্ত করে দাও তাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



