এ নিয়ে কি মুভি হয়? বিশেষ করে বোম্বের? মারদাঙ্গা প্রেম নাই। রোমানস নাই। প্রেমের সংকট নাই। তৃতীয় ব্যক্তির উপস্থিতি নাই। সাসপেনস নাই। কিন্তু কী একটা ব্যাপার যেন পুরো মুভিটাকে উপভোগ্য করে রেখেছে। সি্নগ্ধতা। কোমলতা। না কি পুরাতন মূল্যবোধ? অতীত। সিনেমা দেখতে দেখতে মনে হলো রুপকথার গল্প। সত্যিই বিশ্বাস করা কঠিন এরকম সাদামাটা কাহিনী।
বড়লোকের সাদামাটা সরল ছেলে। শরৎচন্দ্র রবীন্দ্রনাথ পড়া মেয়ে। ভাবাই যায় না। দেখা দরকার কেমন ব্যবসা করলো এ সিনেমা। এখন মেয়ে দেখে বিয়ের চল বাস্তবে থাকলেও সিনেমায় থাকবে এটা দশৃকরা কি মেনে নিলেন?
অভিনয় করেছেন শাহিদ কাপুর, অমৃতা রাও, অনুপম খের.....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



