আজ ছবি তুলছিলাম শাহবাগ আর রমনা পার্ক এর রাস্তা যেখানে মিলেছে তার একটু আগে ৷ অল্প কিছু মানুষ ছিল ৷
জামাত শিবির এর গেট আপ এর এর ছেলে আমাকে এসে বল্ল
-- are you busy
আমি ছবি তুলছিলাম কিছুটা অবাক হয়ে বল্লাম জি বলেন ৷
-- আমি ইংরেজিতে একটা লিখা লিখেছি আপনি একটু আমার সাথে এসে দেখবেন কিছু কথা ছিল ৷
আমার কাছে কথা বার্তা বেশ সন্দেহ জনক মনে হওয়ায় আমি চোখ গরম করে তাকালাম ৷
সে ঘুরে হনহনিয়ে চলে গেল ৷
আমার মনে হয় কোনো এরা কোনো রকম স্যাবটাজ করতে চাচ্ছে ৷ সবাই প্লিজ সতর্ক থাকবেন ৷
জয় বাংলা ৷ একটাই দাবি ফাঁসি ফাঁসি ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




