একদিন চলন্তিকায় কিছু নতুন শব্দ ঢুকিয়ে
আমরা ফেরারী হয়ে যাব।
মাহী আর মমতা তখন সমার্থক!
যেভাবে সমুদ্র প্রিয়'র চোখ;
টিয়া রোদের ছেলে বললে তাকেই বোঝাবে।
পালাতে গিয়ে পা পড়েছে পাখির--
এখানে অন্তিম সমুদ্রাবলী ।
মানুষের সঙ্গ ছেড়ে এসে অবশেষে
ঢেউয়ের তলে সে -
আপাতত মিনাত্মা হোক!
তাহার দু'পাশে শুধুই গোলাপ,
সে যতদূর যায়, যাবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




