"ভণ্ড বাবা কুতুববাগী"
তার স্ত্রী নাকি "মা ফাতেমা" নাউজুবিল্লা,
পরকালে তার রূপেই নাকি মহান আল্লাহতালা কে দেখতে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ,
কতো বড় শয়তান এই ভণ্ডটা। নাস্তিকদের চেও ভয়ঙ্কর এই ফাজিল মুনাফিকটা। বছরের এই সময়টাতে ঐ শয়তানটার জালছা নামক শয়তানী শুরু হয় রাজধানীর প্রাণ কেন্দ্র ফ্রামগেটে। বিশাল আয়োজন, ডজন তিন গরু-খাসী ২-৩ টা উট জবাই করে খাওয়ানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সহজ সরল গোমরাহ মানুষ যোগদেয় এই তিনদিন ব্যাপী ইসলামের নামে ভণ্ডামিতে, সারা দিন উচ্চস্বরে মাইক বাজিয়ে সাধারন মানুষের বারোটা বাজাবে। কি অদ্ভুত!! দেখার যেন কেউ নেই!!! সবাই চুপ, দেখেও যেন কেউ দেখছেনা।
এবার আসি আমার মনের কথায় ......। যে দেশে থাবা বাবা জাতীয় বীর হয়, সে দেশের সরকার কে আমার কিছু বলার নেই। বাঁট বলতে চাই সেই সব ইসলাম প্রেমী পরিচয় ধারীদের, যারা নাকি ইসলামের মান রাখতে জীবন দিতে পারে। লোল !!!
আমি খুঁজছি
কোথায় আজ "হেফাজত ইসলাম বাংলাদেশ"?? যারা জীবন দিয়ে নাকি ইসলামের সন্মান রক্ষা করবে। কোথায় আজ "বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির"?? যাদের শহীদের পাল্লা নাকি অনেক ভারী" কোথায় ইসলামী "শাসনতন্ত্র আন্দলন" খেলাফত "মজলিশ" ?? কোথায়?? কোথায় এ দেশের লাখ লাখ ইসলাম প্রেমী সাধারন মানুষ। দেখে যান, আল্লাহ, আল্লাহর রাসুল, মা ফাতেমা কে কিভাবে অপমানিত করা হচ্ছে?? তবলীগ জামাতকে আর কি বলবো?? ওনারা নাকি বিশাল শান্তি প্রিয় মুসলিম !!?? ২-১ জনের আজেবাজে কথায় নাকি কিচ্ছু আসে যায়না!! ধিক্কার নামধারী ইসলাম প্রেমীদের। এই সব দেখে প্রতিদিন সকাল বিকাল মেজাজটা খারাপ হয়, বাঁট কিচ্ছু নাকি বলা যাবেনা। ঐ ভণ্ডটার ক্ষমতার শিকড় নাকি অনেক গভীরে। কি অদ্ভুত ব্যাপার?? পাঁশেই সংসদ ভবন- প্রধানমন্ত্রীর বাসভবন- হোম মিনিস্টারের বাড়ি, অথচ কি নির্বিঘ্নে ঐ শয়তান ভণ্ডবাগী তার ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বীকার করতে কষ্ট হয়, আমরা ৯৮% মুসলমানের দেশ। কোন একটা ধর্ম ভিত্তিক দল/ সাধারন মানুষদেরকে অনুরোধ করছি, প্রতিবাদ করুন, কথা দিচ্ছি অন্য কাউকে সাথে আনতে পারবো কিনা জানিনা, অন্তত ব্যক্তিগত ভাবে আমাকে সাথে পাবেন। ধ্বংস হোক ভণ্ড "কুতুববাগী"!!
::::::::::::স্বাধীন কিবোর্ড ::::::::::::

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



