নিজের দু:খের পরিমাণ যদি নির্ণয় করতে চাও, তবে শোন..... আমি বলছি......
এই দু:খের সাগরে তোমার দু:খের পরিমাণ অতি ক্ষুদ্র, গভিরভাবে ভেবে দেখো..................!!
দু:খের হিসাব করতে যেওনা,
বাস্তবতার কাছে - পালনকর্তার কাছে ফেঁসে যাবে,
এমন মানুষও এই ধরণীতে আছে যার দু:খের একমাত্র কারন তার পেট, খুদার কাছে সব দু:খই তুচ্ছ, তার কাছে অন্য দু:খ নিয়ে ভাবা বিলাসিতার নামান্তর।
তাই নিজের দিকে তাকাও,
সুখের হিসাব হিসাব কর, যদি ভালথাকতে চাও, নিজের প্রাপ্তির দিকে তাকাও, সুখি হয়ে দু:খির অভিনয় করা নিজেকে নিজে ধোকা দেয়ার শামিল, অপ্রাপ্তি নিয়ে বসে থেকে লাভ নেই, তোমার ব্যাসিক অবস্থা তোমারি কর্মের সমষ্টি, কাউকে দোষ দিয়ে লাভনেই, সুজুক না দিলে কেউ ক্ষতি করতে পারেনা, খাবার আর থাকার জায়গা থাকলে নিশ্চিন্তে নিজেকে সুখি ভাবাযায়, সঠিক কাজ আর পর্যাপ্ত কনফিডেন্সের সমন্বয় ঘটাতে পারলে কাংখিত যে কোন কিছু অর্জন করে নেয়া সম্ভব যদি মনের গভির থেকে চাওয়া হয়, কিভাবে অর্জন করতে হয়, সময়ের সাথে সাথে যেনে যাবে নিশ্চিত...
Impossible is Nothing
বুক ভরে শ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ বল,
তুমি এখনো বেচে আছো-ভাল আছো।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



