
পোস্টমর্টেম দেখতে এলাম ৩য় বর্ষের আমরা ৫ জনের মত।সবাই উপস্থিত ছিল না । মর্গের ভেতর ঢুকলাম।
লাশ বের করা হল। এমন সময় মাথা ঘুরে পড়ে গেল একজন।
ওর নাম আজিজ। যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং লেখাপড়ার ব্যাপারে খুব সিরিয়াস। আমরা আসার কয়েক মিনিট আগে এসেই সে মর্গের সামনে দাঁড়িয়ে ছিল। খুব বড় ডাক্তার হবে।
মজার ব্যাপার হলো আজিজ মাথা ঘুরে পড়ে গেছে যখন লাশটা বাইরে বের করে আনা হয়,সেটা দেখার সাথে সাথেই। আমি আর সজীব ধরাধরি করে পাশের রুমে রাখা চেয়ারে বসায়ে দিলাম। খুব ঘামছিল। ফ্যান ছেড়ে শুইয়ে দিয়ে আমরা দরজার কাছে এসে পোস্টমর্টেম দেখতে লাগলাম এমনভাবে যাতে আজিজের দিকেও চোখ রাখা যায়।
ফরেন্সিক এর স্যার ছিলেন না। আমাদের মর্গে যেতে বলে রোল কল করে ছেড়ে দিলেন। ইচ্ছে হলে নাও আসতে পারতাম তবুও আসলাম কি হয় দেখার জন্য। কিন্তু স্যার না থাকলে পোস্টমর্টেম করা তো ঠিক হবে না। ভাবলাম স্যার পরে আসবেনহয়ত। ডোম মামা মুখে মাস্ক পড়ে খুব সুন্দর করে কাটাকাটি করছেন। আমরা কেউ কেউ মুখে রুমাল চেপে দেখছিলাম।
কাটাকুটি শেষ। লাশটা ভেতরে রেখে ডোম মামা একটু বাইরে গেলেন। ততক্ষণে আজিজের হুশ ফিরেছে।
- কিরে ভাই মরা মানুষ দেখিস নাই কখনও নাকি??? দেখার সাথে সাথেই ফিট?
- দোস্ত। আমি মরা মানুষ দেখে এরকম হই নাই। এরকম হইছি....
আজিজ ঢোক গিললো।
হঠাৎ শব্দ পেয়ে পেছনে ফিরলাম সবাই। দেখি ডোম মামা দরজায় তালা মেরে পেছনে ফিরলেন। চেহারা দেখে বিশ্বাস হচ্ছিল না। আমরা যে লাশ এর এতক্ষণ পোস্টমর্টেম করলাম তার চেহারা হুবহু!!!
" মামার চেহারা আমি আগে এসে মাস্ক খোলা অবস্থায় দেখেছি!!! "
আর্তনাদের মত কথা শেষ করল আজিজ।
আমরা স্তম্ভিত ৫জন দাঁড়িয়ে আছি। আর মামার হাতে একটা রক্তাক্ত কুড়াল। মুখে এক রহস্যময়ী হাসি।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




