ব্লগে কিছু নিক আছে (নারী নামধারি) যারা কিছু কিছু সময়ে খুব একটিভ হয়ে যায়। বিশেষ করে যুদ্ধাপরাধীর বিচার, জামাত-শিবির, ছাগু প্রসঙ্গ আসলেই। যারা সরাসরি, কখনো কখনো ইনিয়ে বিনিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে।
আমার কাছে মনে হয়েছে এগুলো ছাইয়া নিক। কারন সবসময় দেখা গেছে মেইন নিক এ যখন এরা যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে তখন দল মত নির্বিশেষে সকল ব্লগারের গদাম খায়। তাই যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলার জন্য তারা নারী নামধারি নিক ইউজ করে।
যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলা এইসব নিকগুলো (নারী হোক অথবা ছাইয়া) কে আমি গদাম দিতে চাই। আমার প্রশ্ন, এইসব নিকগুলো কে গদাম দিলে আমাকে কি ইভটিজার বলা হবে কিনা?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




