
আমেরিকান কোম্পানি গুডইয়ার ভলকায়ানাইজেশন (এমন একটি প্রক্রিয়া যা গাড়ির টায়ারগুলির জন্য ব্যবহার করতে রাবারকে যথেষ্ট শক্ত করে তোলে।) আবিষ্কার করায় অ্যামাজনিয়ান রাবারের চাহিদা আকাশচুম্বী হয়ে উঠে। ঐ আবিষ্কারে গাড়ির ইন্ডাস্ট্রির নেতৃত্বে থাকা ফোর্ড গাড়র ম্যাস প্রোডাকশন শুরু করে। মাত্র 12 বছরে, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাবারের ক্রমবর্ধমান চাহিদা সরবরাহের জন্য 30,000 আদিবাসীদের দাসত্ব করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। রাবার পেতে খুব দূরে বনের কাছে পাঠানো হতো, এবং না পালে বা দ্রুত না পেলে গুলি করা হতো।
‘রাবারের বুম দূরবর্তী ইতিহাস হলেও এর প্রভাব এখনও আমাদের সাথে রয়েছে। এখানো পশ্চিমাদের শোষণ অব্যাহত রয়েছে, বিভিন্ন কায়দায়।
পশ্চিমারা সভ্যতার নামে লক্ষ কোটি নিরীহ প্রাণ কেড়ে নিয়েছিল, আরাম আয়েশ আর জীবনকে উপভোগ করার জন্য। আর আমরা নির্লজ্জভাবে পশ্চিমাদের প্রেমে উতলা, তাদের সেই আরাম আয়েশ আর উপভোগে কিছুটা ভাগ বসানোর চিন্তায়, সেটি নিজেদের মানুষের রক্তের বিনিময়ে হলেও।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




