কত্তগুলো দিন যে গেলো, লিখলি না তুই একটা চিঠি,
ফুরোয় প্রহর, পথ চেয়ে তার , শুকোয় আমার আদ্র দিঠি।
বিদায়বেলা হাতটি ধরে বলেছিলাম, কাব্য লিখিস,
কাব্য যদি নাই আসে তোর ছত্রখানিক পত্র লিখিস।
লিখলিনা তো কিছুই তুই আর সত্যি আমায় ভুলেই গেলি!
কেমন করে ভুললি আমায়, অবাক ভাবি দৃষ্টি মেলি।
কথার মালা সাজিয়ে প্রথম আঁকলি যেদিন কাব্য ছবি,
জন্যে আমার তোর সে লেখা, উঠলি গড়ে প্রথম কবি।
ক্ষণ গুলো সব কাটতো মধুর, ভাবনাতে আর খুনসুটিতে,
ছন্দ কথায় ফুটতো মুকুল ভালোবাসা হৃদয়পুটে।
এখন কি আর লিখিস না তুই নতুন কোনো কাব্য গাঁথা?
সবকিছু আজ লুকিয়ে রাখিস ?
ভালোবাসা? গোপন ব্যাথা?
নাকি তুই আজ বদলে গেছিস যেমন করে সব বদলায়,
সমর্পণের আগে নদী সাগরে তার অর্ঘ্য হারায়!
বলেছিলি তুই এ কথা মনে পড়ে কখনও তোর???
ভুলিনি তার কিছুই আমি, যতই লুকাস গহন বিভোর।
ফিরিয়ে নিলি সব কবিতা, সব চিঠি আর ব্যাথার বেদন,
তুই কি এখন বলতে পারিস, কেমন করে ফেরাবি মন?
হয়তো পারিস সব কিছু তুই, খুব সহজে বদলে যেতে,
আমিই শুধু একলা কাঁদি, খুঁজি তোকেই চলতে পথে।
হঠাৎ যদি তোর দেখা পাই, একটি জিনিস চাইবো দামী,
ভালোবাসা ভুল যদি হয় , শুধরে নিতে চাই সে আমি।
স্বপ্নজয় ও অপ্সরা এর যৌথ উদ্যোগে প্রকাশিত ই-বুক বসন্তদিনের Click This Link
প্রতি কৃতগ্গতা স্বরূপ তাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আমার এই লাস্ট আপডেট কবিতা/ ছড়িতা।
ভেবেছিলাম আর কখনও লিখবোনা। কিন্তু নেড়া বার বার বেলতলায় যায় আর আমি বার বার আসি এখানে। হিমালয়, শামীম, সব যদি আজ বদলে যেত, কালপুরুষ ভাই, টকেংশ্বরী, ফেরারী পাখী, ভাঙা পেন্সিল রিয়াজ শাহেদ জেরী স হ আরো অনেকেই যারা আমার ও আমাদের লেখা গুলো পড়েছেন তাদের সবার পৃতি কৃতগ্গতা ও ঈদের শুভেচ্ছা।