somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি

আমার পরিসংখ্যান

বরুণা
quote icon
দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি
বরষ ফুরায়ে যাবে , ভুলে যাবে জানি!!
তবুতো ফালগুন রাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো এই বহু মানি।
চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা
তখনি চলিয়া যাবো, শেষ হলে খেলা।
আসিবে ফাল্গুন পুনো, তখন আবার শুনো
নব পথিকেরি গানে মিলনের বাণী।
দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি !!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বসন্তদিন ও তারপর........

লিখেছেন বরুণা, ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮



পড়ছে মনে অনেক কথা অনেক বছর পর

মন চঞ্চল এমন দিনে বৃষ্টি ঝরো ঝর!

রঙ-মহুয়ার ফুল-ফাগুনের বিকেল বেলার সাঝে

তোর আর আমার প্রথম দেখা অনেক দ্বিধার মাঝে।



তোর দুচোখের সাগর পরে দৃষ্টিখানি রেখে ... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪০৯ বার পঠিত     like!

চলিতে চলিতে পথে তোমায় দেখে কেনো যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম !

লিখেছেন বরুণা, ০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:১০

অবিরল কলকল স্রোতস্রিণী, ঝরনাধারার নির্ঝরিণী! নুড়িপাথর আর শিলাকমালায় বেজে চলা কিঙ্কিনী।হাওয়ার কলতান, চন্চু বলাকায়, চিত্রিত বর্ণীল পাখায় ভেসে চলা গান। হঠাৎ স্তব্ধ হলো।স্তব্ধ চাপার তরু সহস্র মূলে আকড়ালো ধরাতল।

চলিতে চলিতে পথে তোমায় দেখে

কেনো যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম !




কত যুগ! কত ক্ষণ, পল, মাস বছরের দিনলিপি... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ৭৫১ বার পঠিত     like!

হাতছানিতে ডাক দিয়ে যায়...........

লিখেছেন বরুণা, ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৮

পথের ধারে মেঘের ফাঁকে ফাঁকে

আজও তোর ঐ সাত তলাটা

হাতছানিতে ডাকে।

আমি তখন নাপাত্তা ভাব ধরি

ভাবটা যেন লক্ষ্য করিনিতো -

এটাই যেন আমার মতে বিজ্ঞজোনোচিত।

নইলে জানি নতুন করে তোকে ... বাকিটুকু পড়ুন

৪৫ টি মন্তব্য      ৩৭৬ বার পঠিত     ১৩ like!

যে কথা এ জীবনে রহিয়া গেলো মনে

লিখেছেন বরুণা, ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৯

এমন দিনে তারে বলা যায়

এমন ঘন ঘোর বরিষায়............

এমন দিনে মন খোলা যায়.........

এমন মেঘস্বরে বাদল ঝরোঝরে

তপনহীন ঘন তমসায়.....



অঝর ধারায় ঝরোঝরো বরিষন দিন। ঘন ঘোর বরিষা। তপনহীন আঁকাশ।বেশ বুঝতে পারছি রবিঠাকুরও ঠিক এমনি এক দিনে লিখেছিলেন এ কবিতাখানি। খুলেছিলেন মন তার প্রিয়ার কাছে। খুব জানতে ইচ্ছে করে ঠিক কার জন্য লিখেছিলেন... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ৬১৬ বার পঠিত     ১০ like!

একটি রুপকথার গল্প!

লিখেছেন বরুণা, ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৬

অনেকদিন আগের কথা। একদেশে বাস করতো এক রাজকন্যা। রাজকন্যাদের অনেক ধরণের নাম থাকে। সুন্দর সুন্দর সেসব নাম! রুপকুমারী, ফুলকুমারী, জুলেখা, সুলেখা এমন সব নানা রকম সুন্দর সুন্দর নাম।



কিন্তু এই গল্পের রাজকন্যার নাম ঠিক সে ধরণের ছিলোনা। তার ছিলো খুব অদ্ভুত রকমের পঁচা একটা নাম। কি নাম জানো?... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ১৯৫৬৪ বার পঠিত     ১৮ like!

আজও যখন বৃষ্টি নামে

লিখেছেন বরুণা, ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

Click This Link



অবাক লাগে পড়ি যখন সেসব দিনের কথা,

বুকের মাঝে বাজে আমার দুঃখদিনের ব্যাথা।



মনে পড়ে সেই বরষায় ফিরতেছিলাম পথে,

মুঠোফোনের মুঠোর ভেতর তুই যে ছিলি সাথে। ... বাকিটুকু পড়ুন

৫৬ টি মন্তব্য      ৪২৫ বার পঠিত     ১৪ like!

এক বৈশাখে

লিখেছেন বরুণা, ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২০

শান্ত শীতল দিঘীর জলে,

টুপ করে যেই ঢিলটা পড়ে,

জলতরঙ্গে ঢেউ তুলে যায়;

বদলে দিয়ে স্মৃতির কোঠা।



তেমনি করে হঠাৎ কি তোর

শীতল হওয়া ... বাকিটুকু পড়ুন

৪৮ টি মন্তব্য      ৪৩৮ বার পঠিত     ১৬ like!

তোর আর আমার এই শহরে

লিখেছেন বরুণা, ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৮

এই শহরে যত্ত গুলো বাড়ী আছে,

যত্তকটা রাস্তা আছে,

সবচে' প্রিয় আমার কাছে কোন বাড়ীটা

-জানিস কি তুই???



যে বাড়ীটায়

আমার প্রিয় তুইটা থাকিস, ... বাকিটুকু পড়ুন

৫০ টি মন্তব্য      ৬৫০ বার পঠিত     ২০ like!

লিখলি না তুই একটা চিঠি

লিখেছেন বরুণা, ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৪

কত্তগুলো দিন যে গেলো, লিখলি না তুই একটা চিঠি,

ফুরোয় প্রহর, পথ চেয়ে তার , শুকোয় আমার আদ্র দিঠি।



বিদায়বেলা হাতটি ধরে বলেছিলাম, কাব্য লিখিস,

কাব্য যদি নাই আসে তোর ছত্রখানিক পত্র লিখিস।



লিখলিনা তো কিছুই তুই আর সত্যি আমায় ভুলেই গেলি! ... বাকিটুকু পড়ুন

৪৫ টি মন্তব্য      ৫৬৯ বার পঠিত     ১৪ like!

একটু আমায় মনে রাখিস

লিখেছেন বরুণা, ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১





প্রতিফলন,

যাচ্ছি এবার,

যাচ্ছি আমি অচীনপূরে,

সব কিছু আজ ছিন্ন করে

তোর থেকে আজ- ... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৭৮৬ বার পঠিত     ১৫ like!

জলমোতি

লিখেছেন বরুণা, ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩

জলমোতিটা দুলছে চোখের পাতায়

তোর ছায়াটা পড়ছে যে আজ

বন্ধ মনের খাতায়।



জলমোতিটা দোলে আমার চোখে

দেখতে ভীষন ইচ্ছে করে

আরেকটাবার তোকে। ... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ১০ like!

পেরুই যখন তোর বাড়ীটা

লিখেছেন বরুণা, ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২২

পেরুই যখন তোর বাড়ীটা

মন ফিরিয়ে, চোখটা মুদে,

যতই দুচোখ বন্ধ রাখি

যায় চলে যায় দৃষ্টি ঠিকি

তোর জানালার কপাট ভেদে।



সেদিন দেখি ... বাকিটুকু পড়ুন

৫৩ টি মন্তব্য      ৫৭৭ বার পঠিত     ১৭ like!

দেখা হয়েছিলো তোমাতে আমাতে কি জানি কি মহা লগণে!!!

লিখেছেন বরুণা, ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৩

মাঝে মাঝেই বা বলতে গেলে যখন তখন গানটি মনে জাগে বা যখনই কেউ গায়, টিভিতে বা অন্য কোথাও বেজে চলে গানটি, অধীর আগ্রহে, সবার অলখে, চুপিচুপি অপেক্ষা করি এই দুটি লাইনের জন্য। বার বার শোনা তবুও কান পেতে রই কখন লাইনদুটো বাজবে।



"যেতে যেতে পথে পূর্নিমা রাতে চাঁদ উঠেছিলো... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৯৪৬ বার পঠিত     ১২ like!

একা বসে থাকি.........

লিখেছেন বরুণা, ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৯

তোকে আমার

অনেক কিছু বলার ছিলো,

তোকে আবার

আরেকটাবার,দেখার ভীষন ইচ্ছে ছিলো।



ভোরেরবেলা,

ঘুমিয়ে থাকা মুখখানি তোর, ছোঁবার বড়সাধ যে ছিলো। ... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৬৬৬ বার পঠিত     ১৫ like!

তুই যদি হোস চোখের আড়াল

লিখেছেন বরুণা, ২৬ শে জুন, ২০০৯ রাত ১১:১৫

যতই ভাবি,

হারিয়ে যাবো, দূর বহুদুর পথের শেষে।

ততই যে তুই,

বাড়িয়ে দুহাত, আগলে দাড়াস সামনে এসে।



যতই আমার,

বাঁকা কথায় বিষের বাণে বিঁধিয়ে থাকিস, ... বাকিটুকু পড়ুন

৪৮ টি মন্তব্য      ৪৮২ বার পঠিত     ১১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৪৭০০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ