কেউ থাকে না কেউ থেকে যায়
চমকে গেলাম হঠাৎ দেখে
বহুদিনের পরে,
নীল জানালার বদ্ধ কপাট
উঠলো হঠাৎ নড়ে।
খুঁজিস না তুই আর খুঁজিনা
আমিও তোকে আজ,
আমরা দু'জন দুই মেরুতে
নিয়ে হাজার কাজ।
পেরিয়ে গেছে অনেক সময়
হারিয়ে গেছে দিন,
তবুও আজও তোর কাছেতে
খানিক বাকী ঋন।
ধূসর স্মৃতি মূহুর্তক্ষন
সলুলয়েড ফিতেয়,
আটকে আছে অমলিনে
বদ্ধ চোখের... বাকিটুকু পড়ুন