চলিতে চলিতে পথে তোমায় দেখে
কেনো যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম !
কত যুগ! কত ক্ষণ, পল, মাস বছরের দিনলিপি পেরিয়ে দাঁড়িয়ে ছিলাম আমি। হেথায়, অনুক্ষণ! অনড়, অবিচল মূর্তীপ্রতিম। অবিশ্রান্ত ক্লান্তিহীন। অনিমলিত আখি পল্লবে তোমারই প্রতীক্ষায়। তোমার পদতলে বিসর্জিত হলো আমার পুস্পমাল্যদল।
মনে মনে হলো যেনো কত যুগ যুগ ধরে
তোমায় দেখবো বলে এখানে ছিলাম!!!
কত শত পথ পাড়ি দিয়ে আমি এলেম তোমার দ্বারে।ডাক দিলেম অন্ধকারে।আমার মহীরুহ! স্বর্ণলতার বেতসপাতায় আষ্ঠেপৃষ্ঠে জড়ালাম তোমায়। তুমি শেখালে আমায় আলোর গান। জল হাওয়ার কবিতা।
বৈশালী নগরের কত উপবনে
কান্চি রাজ্যে আর কুশল দেশে
খুঁজেছি তোমায় আমি কত কত বার
কখনও দাওনি দেখা কোথাও এসে
সেই শিলালিপি থেকে আজকে আমি
নতুন আলোর এক কবিতা পেলাম।
কত হাসি, কত গান! আনন্দ কবিতার বিষাদগাঁথা।তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন। তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন। আমার খোলা জানালায় এক ঝলক দমকা হাওয়া। সুদূর প্রসারিত অন্তহীন পথে জীবনে প্রথম আমি পথ হারালাম।
সূরশিখা নিপমিকা কত হাসি হেসেছে
বিলোল চাওনি আ র ভুরুবিলাসে
এতটুকু দাঁগ তবু কাঁটেনি মনের
ফিরেছি পান্থ আমি পথের পাশে
সেই পথ এতদিনে বললো আমায়
জীবনে প্রথম আমি পথ হারালাম।
http://www.youtube.com/watch?v=aI4YHbh9TGE
শুভ জন্মদিন প্রিয়বন্ধু..........