টুপ করে পড়তেই ঝুলে থাকে
আমাদের র্দীঘশ্বাস
ঝুলে থাকে নিস্তব্ধ সময়ে সুবর্ণ সুর
কুহেলিকায় রাঙা তুলির আঁচড়, ঝরেপড়া পাতা।
আমাদের চোখ থেকে জেগে ওঠা স্বপ্নের শেকড়ও
কখনো কখনো পিষ্ট হয় দগ্ধমিছিলের নিচে
হয়তো বা পৃথিবীর বুক চিরে ভেসে আসা
একটি শিশুর কচি কান্নাও
আমাদের বিলম্বিত করে না দু'মিনিট
অথচ আমরা ক্রমাগত ঝুলে পড়ছি
ঝুলে যাচ্ছি শূন্যতার ভেলায়
কোন এক সীমান্তহীন সীমানায়।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




