লকডাউন অন্যদিকে পোশাক কারখানা খোলা।
একদিকে গন পরিবহন বন্ধ, অপরদিকে পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফেরার তাগিদ। হচ্ছে টা কি??
নিরীহ মানুষগুলোর জীবনের কি কোন মুল্য নেই??
এরা গার্মেন্টস শ্রমিক বলে এদেরকে কি আপনারা মানুষ মনে করেন না?? অথচ বাংলাদেশের প্রায় ৮৪% রপ্তানি আয় আসে এই মানুষগুলোর রক্তঝরা ঘামে।
মানুষগুলো জীবিকার তাগিদে এক জেলা থেকে আরেক জেলা হেঁটে আসছে। এগুলো কি কোন মানুষের কাজ??
পোশাক কারখানা খুলেছেন ভালো কথা। তাহলে সে অনুযায়ী বাস বরাদ্দ দিয়ে তাদেরকে নিরাপদে ঢাকায় নিয়ে আসার ব্যাবস্থা করলে কি সমস্যা??
বি জি এম ই এর সাথে সরকারের কোন যোগসাজশ নেই?? তবে কি সরকার ব্যার্থ সমন্ময় করতে??
একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি করে?? রাষ্ট্রযন্ত্র কতটা উদাসীন হলে এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে??
উল্টো গাধার পিঠে চড়ছে
খোড়া রাষ্ট্রযন্ত্র,
গাঁজা খেয়ে গাধার মালিক
পড়ছে ভুল মন্ত্র।
#RIP_RMG

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



