অফারের দুনিয়ায় কত রকমারি কাণ্ডই না ঘটছে। এ যেন মাছের সাথে চুলা ফ্রি দেয়া, কিংবা সকালে পত্রিকার ভেতরে কোচিংয়ের অফারপত্র ফ্রি, মাছের বাজারের ফর্দ, চেইনশপের বাজারে ইলিশের সাথে শর্ষে ফ্রি, ইত্যাদি কত বাহারি বিজ্ঞাপনপত্র।
তবে আজ সকালে পত্রিকা খুলেই চোখে পড়ল অন্যরকম একটি বিজ্ঞাপন। মাত্র ৩১৯৯টাকায় নতুন মোবাইল হ্যান্ডসেট। এই সেটের সঙ্গে থাকছে ইন্টারনেট, এফ এম রেডিও, ক্যামেরা ও জিপি মেনু্। উদ্বোধনীদিনে অর্থাৎ শুধুমাত্র আজকের দিনে এই সেটের সঙ্গে পাওয়া যাবে একটি টি-শার্ট ও ১০০টাকার স্ক্র্যাচকার্ড।
সহকর্মী মহিবুল হোসেন জিতুকে সঙ্গে নিয়ে দুপুর ২টা ৩৫মিনিটে বসুন্ধরা সিটির গ্রামীণফোনের একটি ডিলারের দোকানে এই সেট কিনতে যাই। সেলস্ ম্যান মোট ৪জন। তাদের একজন ছাড়া বাকিদের গায়ে গ্রামীণফোনের বিজ্ঞাপনরে সেই টি-শার্ট। দেখালেন একটি ডামি সেট। তারপর জানালেন টি-শার্ট ও স্ক্র্যাচকার্ডের অফার শেষ হয়ে গেছে।
-কেন ভাই সারাদিনই তো এই অফার থাকার কথা-পত্রিকার বিজ্ঞাপনে তো লেখা আছে এ অফার শুধু ১ সেপ্টেম্বর-এর জন্য।- এ প্রশ্নের জবাবে সেলস্ ম্যানদের একজন বলেন, গুলশানের গ্রামীণফোন সেন্টারে গেলে এ অফার পাবেন। আমাদের কাছে অল্পকিছু এসেছিল, সকালেই শেষ হয়ে গেছে। অন্য একজন বললেন, কি দরকার ছিল গ্রামীণের এই বিজ্ঞাপন দেয়ার।
বিফল মনোরথ হয়ে আমরা গেলাম ফার্মগেটের গ্রামীণফোন সেন্টারে। সেখানেও একই অবস্থা। সেলস্ ম্যানদের ৪ জনের গায়ে বিজ্ঞাপিত টি-শার্ট। কিন্তু তারাও যথারীতি জানালেন, অফারের গিফট পাওয়া যাবে না।
বেরুনোর পথে দেখলাম বেশ লম্বা মতো একজন বিজ্ঞাপনের ফোন সেটটির কাগুজে বিশাল মডেলের ভেতর ঢুকে দাঁড়িয়ে আছে। পথচলতি মানুষ আকৃষ্ট হয়ে গ্রামীণফোন সেন্টারের ভেতরে ঢুকছে। অনেকেই নতুন এই পণ্যটি কিনে বাড়ি ফিরছে। কিন্তু মুখে কেউ কেউ বকেও দিচ্ছে-ব্যাটা ফাজিলরা পত্রিকায় লাখ লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। টি-শার্ট শেষ হয়ে যেতে পারে একথা মানা যায়, কিন্তু স্ক্র্যাচকার্ড কেন ফুরাবে? আর সেরকম প্রস্তুতি না থাকলে কেনই বা তুমি বাজারে পণ্য ছাড়ার ভিমরতির মধ্যে যাও। নাকি ব্যবসা বাগানো, মানুষকে প্রতারিত করে হাতিয়ে নেয়া আরো লাখ লাখ টাকা। কলরেটের বিভ্রান্তি, সাতদিনের বিশেষ অফার, রোজার মাসের বিশেষ ছাড়, বন্ধ সিম চালুর চমক ইত্যাকার নানারকমের কুটকৌশলেও মন যেন আর ভরছে না। তাই আবার এই অভিনব...
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






