অতীত চলে গেছে
বর্তমান যাচ্ছে আপন গতিতে।
ভবিষ্যৎ এসে কখন যে গ্রাস করবে আমাকে তোমাকে
হয়ত নিজেরা ই বুঝতে পারব না।
ভবিষ্যৎ ভাবনায় আর কতদিন
এখনের বর্তমান টা কে হারাব।
আর কতদিন তীব্র ইচ্ছার সাথে প্রতারণা করব।
তুমি কিছু ই বলছ না কেন ? তুমিত সব ই জান !
আজ ই জীবন , আগামী শুধু ই কল্পনা।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




