মধুর কারণে গত মঙ্গলবার বন্ধ করে দেয়া হয় ক্যালিফোর্নিয়ার একটি বিমান বন্দর। এক যাত্রী পাঁচটি স্পোর্টস বোতলে করে মধু বহন করার সময় তা নিরাপত্তা সংকেত দিতে থাকে। যার কারণে বিমান বন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম এতথ্য জানায়।
স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে লসএ্যাঞ্জেলেসের ১৮০ কিলোমিটার উত্তরের বাকেরসফিল্ডের মিডোসফিল্ড এয়ারপোর্টে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়। যদিও কয়েক ঘণ্টা পরে তা আবার খুলে দেয়া হয় যখন কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, বোতলে বহনকৃত পদার্থ ঝুঁকিপূর্ণ নয়।
স্থানীয় সাংবাদিকরা জানান, ৩১ বছর বয়স্ক একজন কৃষি কর্মীর ব্যাগই ছিল ঐ আতঙ্কের মূল কেন্দ্রবিন্দু। যিনি মিলাওকি উইসকনসিনে তার আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ঐ যাত্রীর ব্যাগটি আলাদা আলাদাভাবে তিনবার পরীক্ষার পর তাতে টিএনটি এবং টিএটিপি বিস্ফোরক থাকার ইতিবাচক সংকেত দেয়।
পরীক্ষায় বারবার কেন বিস্ফোরকের ইতিবাচক সংকেত আসলো সে ব্যাপারে পুলিশ কোন ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে তারা কোন মন্তব্যও করেনি। পরিবহন নিরাপত্তা প্রশাসন কর্তৃপক্ষ বোতলগুলো খোলার পর তা হাসপাতালে পাঠায় এবং সে সম্পর্কে নিশ্চিত হয় যে এগুলো মধু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




