somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কেন ব্রাজিল সাপোর্ট করবেন..?? আসুন জানার চেষ্টা করি...

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই বলে ব্রাজিল কেন সাপোর্ট করি??
নিম্নে ব্রাজিল সাপোর্ট করার কারণ দর্শানো হলো...!
.
১. ব্রাজিলই একমাত্র দল
যারা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
(১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
.
রানার্স-আপঃ ২বার। (১৯৫০, ১৯৯৮)
তৃতীয় স্থানঃ ২বার। (১৯৩৮ , ১৯৭৮)
চতুর্থ স্থানঃ ২ বার। (১৯৭৪, ২০১৪)
.
.
২. কনফেডারেশন্স কাপঃ
ব্রাজিলই একমাত্র দল যে, দল সবচেয়ে বেশি
কনফেডারেশন কাপ জিতেছে হ্যাট্রিক সহ ৪ বার!
(১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)
.
রানার্স-আপঃ ১ বার। (১৯৯৯)
.
.
কোপা আমেরিকা বিজয়ীঃ ৮ বার।
(১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭)
.
রানার্স-আপঃ ১১ বার।
(১৯২১, ১৯২৫, ১৯৩৭, ১৯৪৫, ১৯৪৬,
১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৮৩, ১৯৯১, ১৯৯৫)
.
৩. ব্রাজিলই একমাত্র দল যে দল
প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছে। (১৯৩০-২০১৮)
.
৪. ২০১৪ সাল পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল ছিলো যারা সবছেয়ে
বেশি বিশ্বকাপ ফাইনাল খেলছে। মোট ৭ বার।
.
৫. ব্রাজিলই একমাত্র দল, যে দল পরপর ৩ বার ফাইনালে
উঠে (১৯৯৪, ১৯৯৮, ২০০২) ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন।
.
৬. ব্রাজিলই একমাত্র দল, যে দল
সবচেয়ে বেশি গোল দিয়েছে। (২০০০ প্লাস)
ও সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। (৬০০ প্লাস)
.
৭) ব্রাজিলই একমাত্র দল যারা
১৯৭০ ও ২০০২ সালের দুটি বিশ্বকাপে
প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটা ম্যাচ
জিতে অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন। :-D
.
৮. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
১০০০ প্লাস গোল করা দুইজন কিংবদন্তি প্লেয়ার
"পেলে (১২৮১ গোল) ও রোমারিও (১০০০ গোল)"
.
রোমারিও সম্পর্কে দিয়েগো ম্যারাডোনা,
তার আত্মজীবনী বই "আমি দিয়েগো বলছি"
(Yo soy El Diego ) তে লিখেছেন,
.
রোমারিও একজন অবিশ্বাস্য ফিনিশার।
তার মত স্ট্রাইকার আমি কখনও দেখিনি।
সর্বকালের সেরা ফুটবলারদের যে কোন দলেই
অনায়াসে জায়গা পাবেন রোমারিও।
.
এবার বলেন ম্যারাডোনা গাঁজা খাইয়া এসব বলছে... :-D
.
৯. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো সর্ব কনিষ্ঠ ওয়ার্ল্ডকাপ জিতানো
ও ৩ টি বিশ্বকাপ জিতানো প্লেয়ার-পেলে!
.
ক্যারিয়ারে ৯২ টি হ্যাটট্রিক করার পাশাপাশি ব্রাজিলের সর্বকালের সেরা এই ফুটবলার পেলেকে
ফিফা শতবর্ষের সেরা ফুটবলারের সীকৃতি দেয়।
.
১০. ব্রাজিলই এমন একটা দল যে, দলে ছিলো
বিশ্বকাপে ২য় সর্বোচ্চ গোল করা প্লেয়ার রোনালদো। (১৫গোল)
.
১১. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো ফুটবলের শিল্পী রোনালদিনহো।
.
(হ্যাঁ বর্তমানে সে খেতাব মেসিকে দিতে
আমার কোন আপুত্তি নাই। শুধু আমি মামুন না
যে কেউ স্বীকার করবে মেসি/রোনাল্ডো গ্রেইট প্লেয়ার।
তবে নেইমারের ও গ্রেটদের দলে যাওয়ার সুযোগ আছে)
.
১২. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো ছোট পাসের খেলোয়াড় সক্রেটসি!
.
১৩. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
সবচেয়ে বেশি ব্যালন ডিঅর পাওয়া প্লেয়ার রা।
.
১৪. ২০১৪ সাল পর্যন্ত একমাত্র দল হিসেবে ফিফা
Ranking এ সর্বোচ্চ ১৫১ বার শীর্ষে থাকা দল ব্রাজিল।
তার সাথে ফিফা আয়োজিত সর্বোচ্ছ ৭৩ টি ট্রফি
জিতেছে ব্রাজিল।
.
.
শুনের ভাই আমরা এ প্রজন্মের হলেও
ব্রাজিলের অতিত সাফল্য ও ৫ বারের বিশ্ব
চ্যাম্পিয়ন এই ভেবে ব্রাজিল সাপোর্ট করিনা।
ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
শর্ট পাসের এক শৈল্পিক ফুটবলের নমুনা।
.
প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরিএ, স্পানিশ লা লিগা,
বুন্দেশ লিগা এবং ফ্রেঞ্চ লিগ সহ পুরো বিশ্বের যত নামকরা
পেশাদার লিগ আছে সে সব লিগে সবচেয়ে বেশি খেলোয়ার
রপ্তানিতে শীর্ষে থাকে ফুটবলের শিল্পের দেশ ব্রাজিল।
.
পাঁচ বারের বিশ্বকাপ জয়ী এই দলটির
ফুটবলার বিশ্বের ব্যাপক ভাবে সমাদৃত।
২০ মে ২০১৮ পর্যন্ত এই দেশটি থেকে বর্তমানে
১২৩৬ জন ফুটবলার বিশ্বের বিভিন্ন লিগে খেলছে।
.
যা আপনাদের থেকে প্রায় দ্বিগুন তারপরো
কি করে ব্রাজিলকে নিয়ে কুটুক্তি করেন
সেটা আমার বোধগম্য নয়... :-P
.
ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
অগনিত প্রতিভার ছড়া ছড়ি। জার্মান ব্যতিত
অন্য দলে যার কোন নজির পাওয়া যায় না।
.
বলতে লজ্জা নেই ব্রাজিল ৭ টা
গোল খাইছে ব্রাজিলের ৭ গোল খাওয়া যদি ৩য় পক্ষ
নিজেদের কোনো সাফল্য ভাবে সেটা নিতান্তই হাস্যকর। :-D
.
৭০ গোল খাইলেও আমরা ব্রাজিলই
সাপোর্ট করবো! কারন ইতিহাস আর ঐতিহ্যে
ও ফুটবল শিল্পের চর্চার দেশ ব্রাজিলের সমকক্ষ কেউ নেই।
.
-----------------------------------------------
Mamunlgc/Mamunlgc/Mamunlgc/Mamunlgc
-----------------------------------------------
.
“বলতে খারাপ লাগে তবুও কিছু
অবুঝ আর্জেন্টিনা সাপোর্টার ভাইয়াদের বলি
আর্জেন্টিনা কবে কবে ৬-৮ আপ খাইছে শুনুনঃ
.
১. আর্জেন্টিনা ২০০৯ সালে
দূর্বল বলিভিয়ার বিপক্ষে ৬-১ গোলে হেরেছে।
.
(তারপরো আমরা কিন্তু
আপনাদের ৬ আপ নিয়া লাফাই না) :-D
.
ও ব্রাজিল ২৯ মিনিটে ৫ গোল আর আর্জেন্টিনা ২৫
মিনিটে ৬ গোল খাইছে বিয়য়টা মাথায় রাখবেন! :-D
.
২. ১৯৫৭ সালে আর্জেন্টিনা কলম্বিয়ার
কাছে ৬-০ ও ১৯৯৪ সালে ৫-০ গোলে হারে!
.
৩. ১৯৫৮ সালে চেকো-স্লোভাকিয়ার কাছে ৬-১
গোলের বিশাল ব্যবধানে হারে আর্জেন্টিনা।
.
৪. ১৯৫৯ সালে প্রীতি ম্যাচে উরুগুয়ের সাথে ৮-০
গোলে হারে আমাদের সবার প্রিয় আর্জেন্টিনা!
.
(ওহ তখন তো আপনাদের টিম-বি মাঠে
নামলো এইতো?? থাক বাদ দেন সামনে এগুই) :-/
.
৫. ২০০৫ সালে খেলা শুরুর ৪৭
সেকেন্ডে এর মধ্যে মেসি লাল র্কাড খায়।
(শুধু নেইমার খাইলেই দোষ...) :-P
.
৬. ১৯৫৮ সালে সুইডেনের সাথে ৫-১
গোলে হারে এই আর্জেন্টিনা!
.
৭. পেরুর সাথে ৬-০ গোলে এবং ইকুয়েডরের
সাথে ৫-৩ গোলে হারে প্রিয় আর্জেন্টেনা! :-D
.
৮. আপনারা যে ২০১০ সালে এই জার্মানির
সাথে ৪-০ গোল হারছেন সেটা কি আমি
আপনাদের মনে করিয়ে দিতে চাইনা... :-P
.
৯. এইতো ১৫ নভেম্বর ২০১৭-তে,
১৯৯৪ তে ১ম বারের মত বিশ্বকাপে অংশগ্রহন করা
অনঅভিজ্ঞ নাইজেরিয়ার সাথেও ১ হালি (৪-২)
গোল খাইছেন তাও আমরা ভুলিনাই। :-P
.
১০. ২৭ মার্চ ২০১৮-তে স্পেনের বিরুদ্বে
৬-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হইছেন
নিশ্চই সেই ক্ষতটা এত জলদি শুকায় নি... ;-)
ওহ বলবেন মেসি খেলেনাই এই তো???
.
৬ এপ্রিল ২০১৮ তে ব্রাজিল vs আর্জেন্টিনার
মহিলা দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে
৩-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হয়।
এবারও কি বলবেন মেসি খেলেনাই??? :-D
.
মেসি ছাড়া জিতে না এ কেমন দল রে বাবা?
আমাদের শেখ জামাল-কামাল কলাবাগান টিমও
তো মেসি নির্ভর না, আর আপনারা বিশ্বসেরা টিম
হইয়া একজনের উপর নির্ভর কইরা থাকেন
যা নিতান্তই হাস্যকর ছাড়া কিছুই নয়... :-D
.
ওহ আপনাদের (গ্রে)ইট প্লেয়ার ম্যারাদোনার
কথা কি বলব, কাক্কু তো জানেন ই না, ফুটবল
হাতের না পায়ের খেলা। হাত দিয়ে গোল দিয়ে
বলে এটা ঈশ্বরের হাত। (নাউযুবিল্লাহ)
.
প্রযুক্তি ভালো ছিলোনা বলে চোরের
মত হাত দিয়া গোল দেওয়াকে নিজেদের বাহাদুরি ভাবেন।
আহা কত নির্বোধ হলে তা আবার গর্বের সাথে বলে
বেড়ান। পারলে এখন একটা দিয়ে ক্ষমতা দেখান...
.
ওহ ভুলেই তো গেলাম
আর্জেন্টিনা তো তার চেয়েও বড় জোতচোর।
.
১৯৯০ সালের বিশ্বকাপের শেষ ১৬-তে
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে ড্রেসিং রুমের পানিতে
ঘুমের ওষধ মিশিয়ে দিয়ে আপনারা ম্যাচ জিতে নেন।
ফুটবল বিশ্ব সেটা কখনো ভুলবেনা। :-( :-(
.
এখন আপনাদের দেশের মাঠে কোন দেশ
খেলতে গেলে নিজেদের দেশ থেকে পানি নিয়ে যায়।
ছিহঃ এর থেকে বড় লজ্বা আর কি হতে পারে?
.
ফুটবল বিশ্বে গত ৩২ বছরে আর্জেন্টিনার অর্জন
শুধু জার্মানির সাথে ব্রাজিলের ৭ গোল খাওয়া।
.
ব্রাজিল ৭টা গোল খাইছে,
নেইমার লাল কার্ড খাইছে এসব নিয়া
লেবু কচলাইয়েন না। তাহলে লেবু তিতা হইয়া যাইবো।
.
যৌবনে মেসি বস যখন বার্সাতে ১১ নাম্বার জার্সিতে
খেলতেছিলো তখনকার তার করা কিছু ফাউল/কার্ড
দেখার জন্য আপনি ইউটিউব-এ Sports 360/funchannel/
Nugobasilaiaa চ্যানেল গুলা ঘুরে আসতে পারেন।
.
তাগড়া বয়সে মানুষ অনেক ভুল ই হয়
যা অতীতে মেসি/ক্রিষ্টিয়ানো রোনাল্ডোরা করছে...
সেখানে যৌবনে নেইমার ক্ষেত্রেও ভুল করাটা স্বাভাবিক
অভিজ্ঞ হইলে সব ঠিক হইয়া যাইবো... :-D
.
তাই আর্জেন্টিনার সাপোর্টার ভাইয়াদের বলতেছি।
ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তুলনা করিও না?
ব্রাজিল খেলা না পারলেও চুরি চামারির রেকর্ড নাই... :-P
.
.
ওহ এসব মানতে কষ্ট হচ্ছে??
এইসব পুরান আদিকালের রেকর্ড দেখাইয়া
কি লাভ এটাই তো বলবেন??? :-D
.
.
ব্যাপার না আগের যা বকবক করলাম সব বাদ,
শুধু ৯০ সালের পরে ব্রাজিল ২ টা বিশ্বকাপ
সহ ৪ টা কনফেডারেশন্স কাপ, ৪ টা কোপা আমেরিকা
শিরোপা সহ মোট ১০ টা শিরোপা নিজেদের
ঝুলিতে ভরেছে। আর আপনারা???
.
আমরা নিজেদের দলকে বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখেছি
বিজয় মিছিল করেছি, গত ৩২ বছরে যা আপনাদের
কাছে শুধুই স্বপ্ন।
.
.
আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন
আমি ব্রাজিল সাপোর্ট করি, অন্যরা
অন্যদল সাপোর্ট করবে এটাই স্বাভাবিক।
.
ব্রাজিল/আর্জেন্টিনা/জার্মানি/স্পেন/ইতালি
এরা ফুটবল শিল্পের দেশ ও এক একটা গ্রেইট টিম
এদের বাদ দিয়ে ফুটবল শিল্পটা অসম্পূর্ণ। ♥♥♥
.
সবাই চাইবে নিজের দলকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে।
তবে আমরা যে দল যে ক্লাব ই সাপোর্ট করিনা কেন।
আমাদের উচিত অযৌক্তিক আক্রমন বাদ দিয়ে
"ফুটবল"কে ভালোবাসা, "ফুটবল শিল্পটা"-কে ভালোবাসা।
.
ফুটবলকে ভালোবাসতে পারলেই আমাদের মাঝে
দন্দ মনমালিণ্য আর থাকবেনা বলে আমার বিশ্বাস।
ব্রাজিল ফ্যানরা কখনোই আপনাদের শত্রু ভাবেনা,
শুধুমাত্র প্রতিপক্ষ ভাবে মাত্র তাই আমাদের
উচিত বন্ধুত্ব ও সোহার্দ্যপূর্ণ আচরন কতে
কলহ বিবাদ সৃষ্টি না করা... :-)
.
জয় হোক ফুটবলের,
ভালো থাকুন আপনি,
ভালো খেলুক আপনার টিম।
সব দলের জন্য শুভকামনা। ♥♥♥
.
.
সর্বশেষ আপডেটঃ মে ২০১৮
তথ্যসূত্রঃ গুগোল/উইকিপিডিয়া/ডেইলি মেইল/
দ্যা সান/ফিফা ওয়েব/সামু ব্লগ/গোল ডটকম ইত্যাদি...
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৮ রাত ১০:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল্টা ফ্লাইট - নিউ ইয়র্ক টু ডেট্রয়ট

লিখেছেন ঢাকার লোক, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:২৬

আজই শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের "নিউ ইয়র্কের পথে" পড়তে পড়তে তেমনি এক বিমান যাত্রার কথা মনে পড়লো। সে প্রায় বছর দশ বার আগের ঘটনা। নিউ ইয়র্ক থেকে ডেট্রিয়ট যাবো,... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

চরফ্যাশন

লিখেছেন এম ডি মুসা, ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫৯



নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।

প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি... ...বাকিটুকু পড়ুন

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

×