তুমি স্বাধীন
আজ এই মূহুর্ত্ব থেকে
তোমার স্বাধীন জীবনের সম্মূখে প্রশ্ন দাঁড় করাবোনা
তোমার স্বাধীন জীবন চলার পথে
আমি মঙ্গলদ্বীপ জ্বালিয়ে দিব,
আমার ভালবাসা তোমার জন্য যা আছে
অটুট থাকবে অনন্ত জীবন।
তুমি স্বাধীন
আজ এই মূহুর্ত্ব থেকে
বীহঙ্গের মত তোমার স্বাধীন জীবন
সামথ্যের সীমারেখা পেরিয়ে নিঞ্জর্ঝাট করে দিব।
তুমি স্বাধীন
আজ এই মূহুর্ত্ব থেকে
তোমার কাঙ্খিত স্বাধীন জীবনে
স্নেহময় শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




