আমি বেঁচে আছি? শরীরে চিম্টি কাটি
হ্যাঁ, কষ্ট লাগে। বাহ্ বেঁচে আছিতো।
কিন্তু কেমন বাঁচা? জন্ম কি বাঁচার জন্যে?
প্রয়োজন কোথায়? অস্তিত্ববিহীন জীবনে কেন পুষ্প্যমাল্য-
কিসের অস্তিত্বের খোঁজে সতত সন্ধানী।
রক্তরাঙ্গা চোখ আমায় দেখে
আমি রক্ত-মাংশের মানুষ, আমি যেনো কিছু বলি
কিছুই বলিনি আমি, ভয় ছিল
চক্ চক্ করা ওদের তরবারী যদি শিরচ্ছেদ করে।
জীবনের চেয়ে কি অস্তিত্বের মূল্য বেশী?
নাইবা থাকল অস্তিত্ব; জীবনটাতো থাকবে!
না হয় অস্তিত্বের খোঁজে আমি জীবনে ফিরবো।
ওরা নতুন করে আমার ইতিহাস লিখবে
ওদের মতো করে। আমি কিছুই বলবো না।
ইতিহাস ধিক্কার দিক, সে দায় আমার নয়।
আমার অগ্রজের রক্তের বিনিময়ে পাওয়া দেশে
আমি বেঁচে থাকি ওদের অনুগ্রহে।
আমার মাথা টাগেট করে থাকে বন্দুকের নল।
নাইবা থাকলো আমার অস্তিত্ব, ইতিহাস!
আপনিও কি আমার মত বেঁচে আছেন?
নিজের শরীরে চিম্টি কেটে দেখুনতো।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ ভোর ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




