কতগুলো নষ্ট মানুষের হাতে ইসলামের নেতৃত্ব কেন? ইসলামতো শান্তির ধর্ম। স্বাধীনতার শত্রু ছাড়া অন্য কেউ কি নেই যারা ইসলামি সংগঠনের নেতৃত্ব দিতে পারে? এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবেকি হবেনা এটা জনগণ নির্ধারণ করবে, প্রজন্ম আপনারা নির্ধারণ করবেন। কিন্তু কিছু রাজাকার, আলবদর, মানুষ হত্যাকারী, ধর্ষক তথা নষ্ট মানুষের হাতে ইসলামের নেতৃত্ব থাকলে কখনো কি ইসলাম কয়েম করা সম্ভব?
ইসলামপন্থী প্রজন্ম আপনারা কি এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না? আপনারা কি বিশ্বাস করেন না ঐ নষ্ট মানুষ গুলু এ দেশের স্বাধীনতার শত্রু ছিল? বিবেকের কাছে প্রশ্ন করে একটু ভাবুন, একটু জানার চেষ্টা করুণ, সত্যি মিথ্যা বিচার করে দেখুন, দেখবেন তারা সত্যিই স্বাধীনতার শত্রু ছিল। তাদের হাত রক্তে রাঙ্গানো: রক্ত রাঙ্গানো হাতে কি ইসলামের নেতৃত্ব থাকা উচিত?
রাজাকার, আল বদর তথা নষ্ট মানুষ গুলো স্বাধীনতা যুদ্বের সময় শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করেছে; এখনো করছে তাদের অপকর্ম ঢাকার জন্য। সঙ্গে নিয়েছে আপনাদের মত ধর্ম বিশ্বসিদের যারা আপনারা নষ্ট মানুষগুলোর ষড়যন্ত্রের শিকার। অথবা বলা হচ্ছে আপনাদের ব্রেণ ঔয়াস করা হয়েছে অথবা অর্থের লোভে।
প্রজন্ম স্বাধীনতা বিরোধীরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য মুক্তিযুদ্ধ আর ইসলাম মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। স্বাধীনতা কোনমতেই ইসলামের শত্রু না। নষ্ট মানুষগুলোর অপকর্ম ডাকতে আপনারা ঔদের সাহায্য করবেন না।ঔদের শাস্তি পেতে দিন। শান্তির ধর্ম ইসলাম কে নষ্ট মানুষের থেকে রক্ষা করুণ। না হলে আপনারা ঔ সমান দোষী হবেন।
বিঃদ্রঃ মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবী করেণ তাদের কাছে অনুরোধ স্বাধীনতার সঙ্গে ইসলামকে জড়াবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





