টিকেন্দ্রজিৎ: এক অনি:শেষ নক্ষত্রের নাম - এ.কে শেরাম
কালের নিয়মেই কাল ছুটে চলে অনন্ত মহাকালের দিকে।
অন্তহীন সে পদযাত্রায়
কখনো কোথাও হঠাৎ থমকে দাড়ায় কালের শকট,
অনন্ত মহাশুন্যে কখনো বা কোন চিত্র ও চরিত্র-
- ঘটনা বা ঘটক
স্থায়ী আসন পেয়ে যায় জ্যোতিষ্মান এক জ্যোতিষ্ক হয়ে।
হতে পারে সে ঘটনা
কোন প্রতিরোধের যুদ্ধ বা মুক্তির লড়াই
অথবা মানুষের মানুষ হয়ে ওঠার অসাধারণ কোনো সংগ্রাম;
আবার ইতিহাসের সে কুশীলব হতে পারেন
তীতুমির, হাজী শরীয়ত উল্লাহ, নূরুলদীন,
ক্ষুদিরাম, সুভাষ কিংবা সূর্য সেন;
হতে পারেন তিনি বিপ্লবী চে'গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো
- কিংবা মার্টিন লুথার কিং
অথবা তিনি হতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব,
মনিরাম দেওয়ান, ভগৎসিং, রানী গাইদেলু
কিংবা মণিপুরীদের জাতীয় বীর টিকেন্দ্রজিৎ।
আসলে, মানুষ যখন উচু হতে হতে আকাশ ছুয়ে যায়
তখন তার ললাটে মহাকাল একে দেয় এক অক্ষয় তিলক।
আর তাই আমি দেখি টিকেন্দ্রজিতের মতো মহামানবেরা
অতীতকে অনায়াসে নিয়ে আসেন বর্তমানে
এবং নির্বিবাদে হেঁটে চলে যান অনাগত ভবিষ্যতের দিকে।
আমি চেয়ে থাকি - কেবলি চেয়ে থাকি অপলক
অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতের দিকে
অন্তহীন এগিয়ে চলা এক অনি:শেষ নক্ষত্রের দিকে
- যার নাম টিকেন্দ্রজিৎ।
:: কবি এ.কে শেরাম এর এই কবিতাটি 'মৈরা' ৩০তম সংখ্যা থেকে সংকলিত ::

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




