আমি একটি মেয়ে পেয়েছিলাম। ওর নাম ছিল হেমলতা।মেয়েটি ৫বছর আমার কাছে আমার পরিবারের একজন হয়ে ছিল।
তারপর বিয়ে হলো। গত ডিস্বেরে ওকে দেখতে গেলাম। স্বামী পুত্র নিয়ে ভালো আছ্ আগামী পূজোতে ও স্বামী ছেলে নিয়ে আসবে। আমি জামাই আপ্যায়নের অপেক্ষায় আছি।
হেমলতা এক বার বলেছিল ও বড় হয়ে একজন ”ভালো মানুষ হতে চায়”।
জীবনের লক্ষ্য রচনা লিখতে যেয়ে এই কথাটি কেউ লিখেছে বলে আমার মনে হয় না। আমার শিক্ষক বন্ধুরা ভালো বলতে পারবেন, তারা এরকম খাতা পেয়েছেন কি না।
এখন জীবনে পেশাতে দক্ষ হবার জন্য প্রতিষ্ঠান আছে। আছে বহু মূল্যবান বই, শিক্ষক, নির্দিষ্ট সিলেবাস, গাইড লাইন, আরো প্রয়োজনীয় সব কিছু। কিন্তু বড়(ভালো) মানুষ হবার জন্য কোন প্রতিষ্ঠান কি আছে? আছে এর কোন সিলেবাস?
আমার জানা মতে নেই। তাহলে বড় মানুষ তৈরী হবে কি ভাবে? এই দায়িত্ব নিতে হবে আমাদেরকে।
একমাত্র পরিবারই হলো সেই প্রতিষ্ঠান। যেখান থেকে গড়ে উঠবে সামাজিক মূল্যবোধ, মানবীয় গুনাবলী।ভোগ নয় ত্যাগেই প্রর্কত সুখ।
আবার আমাদের সন্তানদের হাতে তুলে দেই ”বাল্য শিক্ষা।”
আমরা সন্তানদের আর পড়াবো না যে, চেকার এলে বলবো, ট্রেন কি তোমার একার? পরোক্ষভাবে শিখালাম টিকিট ছাড়া ট্রেনে চলতে। এই ভাবে এক দিন তারা সকল মানবিক মূল্যবোধ ছাড়া হয়ে উঠবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




