২০২৩ সালে এসে যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন বা করতে চাচ্ছেন, তারা যদি সবকিছুকে কঠিন ভাবে নেন, তাহলে অনেক বেশি চান্স থাকবে যে আপনি ফেইল করবেন। যেই যুগে এসে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সের মাধ্যমে নিজের কাজকে সহজ করার স্বপ্ন দেখছে, সেই যুগেও যদি আপনি নিজের কাজ এবং সময়কে আরো সহজ করে না নেন তাহলে লস আপনারই। আজকে আমি এমন ৫টি টুলস নিয়ে কথা বলবো যেগুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে এগিয়ে নিতে হেল্প করবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। তো চলেন শুরু করা যাক।
১) ট্রেলো - এই অসাধারণ টুলটি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। এটার মাধ্যমে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন।
২) ফ্রি ইনভয়েস বিল্ডার - এটার মাধ্যমে আপনি জাস্ট ইনপুট দিয়ে খুব ইজিলি ক্লায়েন্টের জন্য ইনভয়েস বানিয়ে ফেলতে পারবেন।
৩) গ্রামারলি - এইটা আপনার রাইটিং কমিউনিকেশন স্কিল বুস্ট করবে। আপনি আপনার লেখার গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো দূর করতে পারবেন।
৪) লাস্ট পাস - এটা দিয়ে আপনি পাসওয়ার্ড ম্যানেজ করতে পারবেন। ক্লায়েন্ট এর কাছে থেকে পাসওয়ার্ড এর শেয়ার নিতে পারবেন।
৫) লুম - এটা আপনাকে খুব সহজে স্ক্রিন রেকর্ড করে সেটা আবার ক্লায়েন্টকে পাঠাতে হেল্প করবে। স্ক্রিন শেয়ার এর অল্টারনেটিভ হিসাবে এটার যথেষ্ট ব্যবহার রয়েছে।
আরো বিস্তারিত জানতে আমার ভিডিওটি দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৩৮