এই আধুনিক দুনিয়ায় কম্পিউটার একটি অতি প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় বিষয় এটা তো আমাদের স্বীকার করতেই হবে। আর এবার কম্পিউটারকে আরো দ্রুতগতির এবং আরো বেশি প্রসেসিং পাওয়ার দিতে আসছে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার নিয়ে একটা কথা বেশ শোনা যাচ্ছে, এটা নাকি মানুষের জন্য হুমকি হবে। আসলেই কি তাই? কোয়ান্টাম কম্পিউটার কি, এটা কিভাবে কাজ করে এবং কোয়ান্টাম কম্পিউটার এর প্রভাব আপনার জীবন কেমন হবে - এই সব নিয়ে কথা বলেছি এবারের ভিডিওতে।
কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার, যেখানে প্রচলিত বিট এর পরিবর্তে qubit কে বেসিক ইউনিট হিসাবে ধরা হয়। এইখানে বলতে হবে বাইনারি সিস্টেম এর কথা। কম্পিউটার কিন্তু বাইনারি সিস্টেমে চলে। অর্থাৎ এটি শুধু মাত্র 0 এবং 1 এই দুইটি নাম্বারের ভিত্তিতে চলে। প্রচলিত কম্পিউটার এর বিট যেখানে একবারে শুধু মাত্র 0 অথবা 1 এর অবস্থায় থাকতে পারে, সেখানে qubit একই সাথে 0 এবং 1 উভয় অবস্থায়ই থাকতে পারে। আর একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারার এই ঘটনাকে কোয়ান্টাম কম্পিউটার এর সুপারপজিশন বলা হয়। কোয়ান্টাম কম্পিউটারকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যেন এটি প্রচুর পরিমান ডেটার খুব কমপ্লেক্স ক্যালকুলেশন অনেক দ্রুততার সাথে করে ফেলতে পারে।
কোয়ান্টাম কম্পিউটার এর উদ্ভাবনের কথা বলতে গেলে...
বিস্তারিত ভিডিওতে দেখুন - কোয়ান্টাম কম্পিউটার কি মানব জাতির জন্য হুমকি হবে?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৯