জামাত-শিবির ভেবেছিল আন্দোলন শিথিল হয়ে আসছে ,এক সময় তা স্তব্ধ হয়ে যাবে । কিন্তু রাজীব হায়দারের হত্যার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের সর্বনাশ ডেকে এনেছে অনেক তারাতারি ।
এখন আমাদের শুধু একটা জিনিসই দরকার সঠিক নেতৃত্ব । এতগুলো জনতা আপনাদের পাশে আছি । আপনারা কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ১০০ বার ভাবুন ।
থাবা বাবা (রাজীব হায়দার)হত্যার পর অনেকে বলছেন তাকে আরো কঠোর ভাবে মারা উচিৎ ছিল ! অনেকে তার লেখা গুলোর কঠোর সমালোচনা করছেন । কিন্তু দেখা যাবে এই নাস্তিকটার মৃত্যুতে যেই ধর্ম প্রাণ মানুষ গুলো তাকে গালী দিয়ে যাচ্ছে তারাই সবচেয়ে বড় অধার্মিক ,তাদের মাথায় আছে প্রচলিত কুসংস্কার অথবা জাকির নায়েকের খোড়া যুক্তি ।
মানুষ গুলো বুঝতে পারে না ,মানুষ নিজেই ধর্ম তৈরী করেছে যখন তাদের প্রয়োজন হয়েছে।সেই ধর্ম আমার কাছে একসময় ভাল নাও লাগতে পারে । আমি কেন এই ধর্ম মানি না আমি তা প্রকাশ করতেই পারি ।আমার প্রকাশ ভঙ্গি গোড়া মৌলবাদীদের কাছে কুৎসিত লাগতেই পারে ।আমার কোন ধর্মের চাহিদা নাও থাকতে পারে । হাজার বছরের পুরোনো ধর্মের অনেক ভুল ধ্যান-ধারণা আমি তুলে ধরতেই পারি সবার কাছে । মানুষ কখনই ধর্মের জন্য নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


