বছর দুই এভাবেই কেটে গেল,
এখনো কেটে যাচ্ছে...
ঘুমের মধ্য দিয়ে...
ঘুম ভাঙ্গলে নিজেকে আবিষ্কার করি অনন্ত অম্বরে..
দিগ্বিদ্বিক শূন্য হয়ে হাতড়ে বেড়াই প্রিয় মানুষ্টাকে
কেউ নেই, আর কেউ ই বাকি নেই, একাকী অন্ধকারে।
দিনের পর দিন সূর্যটাকে হিংসে করে লুকিয়ে লুকিয়ে
এদিক থেকে সেদিকে ছুটে বেড়াই কত মতলবে,
আর রাত হলে ক্লান্ত বেশে বাড়ি ফিরে,
উত্তাল সিলিং ফ্যান্টার দিকে তাকিয়ে
খুঁজে পাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ।।
ইদানিং ,
আমার কোন কিছুই আর আমার থাকছেনা,
দিন দিন সব ভুলে যাই,
ভুলে যাই যে দুপুর হলে শরীরটাকে ভেজাতে হয়,
নিজেকে পরিপাটি করে সাজাতে হয়,
তেলের শিশি হাতে নিয়ে যত্ন করে চুল ঘষতে হয়
আমি ভুলে যাই এসব,
ভুলে যাই দিন তারিখ এর হিসেব।
এভাবেই বেঁচে আছি ঘুমের মাঝে,
রাত্রি দিনের ফারাক না বুঝে,
বৃষ্টিকে ভাল না বেসে,
কখনো কখনো মনে হয়, তোমার কাছে ফিরে যাই
বুক ফুলিয়ে বলি আমি এসেছি,
পরক্ষণেই থমকে যাই,আমার কি ই বা আছে,
যা ছিল তার আধ্যেক্টাও হারিয়ে ফেলেছি,
বিধাতার দেয়া অভিশাপটা ই শুধু রয়ে গেছে..
মস্তিষ্কের নিউরোনে..নষ্ট রক্তকণিকাতে
কি দরকার....
তার চেয়ে বরং আমি ঘুমিয়েই থাকি...
স্বপ্নের ভেতর আরেকটা রঙ্গিন স্বপ্ন দেখি।।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


