ঘূর্নায়মান অবাক পৃথিবী আজ সতত বিস্ময়
কুসুম অংশুমনি বিজলীমালার রুপজাল
অস্থির চৈতালী রাতে হিমাংশু অবলীল ক্ষয়
নরকের কীট জাগে অবিরল হরিৎ বোধিবৃক্ষে
হৃদয় লৌহকপাট জাগ্রত শ্মসান
ঘূর্নায়মান অবাক পৃথিবী আজ পথকক্ষে
তেপান্তরের মাঠে জাগে মায়াবন বিহারীনি
মরিচিকা প্রান্তর,ওষ্ঠাগত প্রাণ
শোক তাপ দুখ আজি শুস্ক নির্ঝরিনী।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


