মানুষের সব লেখাই ভাল হতে হবে তেমনটা না, মন্দও যে হতে হবে তাও না। ভাল মন্দ মিলিয়েই মানুষ এবং তার আচার আচরন সহ তার লেখা গুলোও। সে দিক দিয়ে যে সব লেখার মান ভাল হবে তার সুনাম যে কেউ করবে , আর মন্দ হলে তারও সমালোচনা করতে । আপনার ভালো লাগার বিষয়টা হাসি খুশি নিতে পারলে মন্দ লাগার সমালোচনাটা কেন নিতে পারবেন না? এত হীন মন নিয়ে সামুতে লিখেন কি করে ??
কয়েক দিন আগে একটা পোষ্ট পড়লাম যার, উনি চটি লেখায় খুবই পারদশী আবার। সেই কথাটিই মনে হলো উনার দুয়েকটা পোষ্ট পড়েই। তো যেটা ভাল লাগেনি সেটারতো সমালোচনা হবেই। উদার চিত্তে সমালোচনা নিতে না পারা এক প্রকার হীন মন্যতা।
আমার উপরের কমেন্টটাতে কোন প্রকার গালিও দেইনি উনাকে। মুছে দিলেন, অথচ আমার চেয়েও কঠোর ভাষায় একজন উনার সমালোচনা করলেন,
সেটা মুছার মুরোদ উনার নেই, কারণ উনি সিনিয়র ব্লগার। আমি/আমরা নতুন বলেকি আমাদের সমালোচনা করার কোন অধিকার নেই??
মুছে দেয়ার কারণ জানতে চেয়ে আরেকটা কমেন্ট দেয়ায় উনি আবার আমাকে ব্লক করে দেন।
এখন কি সামুতে কারো সমালোচনা করা যাবেনা? খারাপ হলেও কিছু বলা যাবেনা? নাকি কিছু কিছু ব্লগারদের নিয়ে কোন সমালোচনা করাই যাবেনা। তারা যথই চটি লিখুক না কেন, ফালতু লেখা লিখুক না কেন, সুনাম করেই যাবেন, নো সমালোচনা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


