কারো মুখে জুতা মারতে হয়না, কথায় সেটা হয়ে যায়, সামুর মডুরা যদি সেটা বুঝে আরকি।
জানা আপা, আপনার মাধ্যমেই আমরা একটা বাংলা ভাষার চর্চার স্থান পেয়েছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার হাজার হাজার মানুষ। এজন্য আপনাকে স্যালুট দিতে ইচ্ছে করে আমার , হয়তো কোন দিন আপনাকে সামনে পেলে সেটাই করবো।
এইযে আপনার প্রতি আমার শ্রদ্ধা, অনুভুতি, সম্মান, ভালোবাসা, সেটার মতো হয়তো অন্য সবারও। আমার কিংবা সবার ভালোবাসা মাটিতে লুটিয়ে পড়ুক সেটা আমি /আমরা চাইনা। আপনার প্রতি ভালোবাসাটা ঘৃণায় পরিনত হোক সেটা আমি চাইনা, আপনার প্রতি শ্রদ্ধটা বিরক্তিতে পরিনত হোক সেটাও আমি চাইনা।
আপনি ব্লগ তৈরী করেছেন মহান কাজ করেছেন কোন সন্দেহ নেই। কিন্তু একটা বোকামী করেছেন , আপনি কি সেটা জানেন??? কিছু আবাল মার্কা , বেকুব, বেয়াদপ মডু নির্বাচন করে এই মহান প্লটফর্মের পবিত্র দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছেন।
আপনার সময়াভাবে হয়তো আপনার পক্ষে সব পোষ্ট, সব বিষয়য়ে অবগত হওয়াটা সম্ভব না। কিন্তু আপনার দায়িত্বপ্রাপ্ত মডু (থু) গুলোকি আপনাকে সে সব বিষয়ে অবহিত করে যথাযথ?? আমারতো মনে হয়না করে।
এই যে আপনার কাছ থেকে কিছু বিষয় তারা খুব চালাকির সাথে লুকিয়ে রেখে আপনার এমন একটা স্থানকে কলঙ্খিত করছে, আপনার সুনাম ক্ষন্ন করছে সেটা জানাটা আপনার জরুরী। এবং ওই সব বস্তির মডুগুলোর কারণে আপনার কোন প্রকার মান সম্মানে ক্ষতি হোক, আপনার প্রতি আমাদের ভালোবাসা টুক ঘৃনায় পরিনত হোক সেটা আমরা চাইনা।
সময় থাকতেই আপনি এদের প্রতিহত করুন, এদের এসব নষ্টামী হতে রুখেন, এদের সঠিক জ্ঞান দিন।
আজ মাহমুদুল হাসান কায়রো ওই প্রতিবাদে আপনাদের মুখে জুতা মারার মতোই, আমরা চাইনা পরবর্তীতেও আর কেউ আপনাদের মুখে জুতা মারুক # মডু
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


