পাকিস্থানে খেলতে গেলে বাংলাদেশের খেলোয়াড় দের নাকি রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী লেভেলের নিরাপত্তা দেওয়া হবে! তাহলে আমাদের খেলোয়াড়দের পাঠানোর কি দরকার?? তাদের তো এই ধরনের নিরাপত্তা নেওয়ার অভ্যাস নাই। তাই অনেক ভেবে দেখলাম সাকিব-তামিম-মুশফিকদের বদলে নিচের দলটি পাকিস্তানে পাঠানো যেতে পারেঃ
-শেখ হাসিনা (অধিনায়ক)
-খালেদা জিয়া (সহ অধিনায়ক)
-আবুল হোসেন (ওপেনিং ব্যাটসম্যান)
-আবুল হাসান (ওপেনিং ব্যাটসম্যান)
-সুরঞ্জিত সেন গুপ্ত (অল রাউন্ডার)
-আবুল মাল আবদুল মুহিত (স্পিনার ব্যাটসম্যান)
-সাহারা খাতুন (উইকেট কিপার)
-কামরুল ইসলাম (পার্ট টাইম স্পিনার ব্যাটসম্যান)
-মতিয়া চোধুরী (পার্ট টাইম পেসার ব্যাটসম্যান)
-মখা আলমগীর (পেসার)
-সালাউদ্দিন কাদের (মূল পেসার)
-শাহজাহান খান (১২তম খেলোয়াড়)
-লুৎফুজ্জামান বাবর (১৩তম খেলোয়াড়)
-মূল কোচঃ লোটাস কামাল (বলারকিছুইনাই!)
-বোলিং কোচঃ জিল্লুর রহমান (এক কালের বেষ্ট বোলার)
-ব্যাটিং কোচঃ ইমরুল কায়েস (এক কালের বেষ্ট ব্যাটসম্যান)
-ফিল্ডিং কোচঃ মোঃ আশরাফুল (এক কালের বেষ্ট ফিল্ডার)
-সার্বিক তত্ত্বাবধানেঃ হুম এরশাদ! (হিনা রব্বানি সাবধান!!)
-পত্রিকা প্রতিনিধিঃ দিপু মনি (ভালো ছবি তুলতে পারেন!)
(বিঃ দ্রঃ পাকিস্থান যাওয়ার পর সাহারা ও মখা আলমগীর হারিয়ে গেলে লেখক কোনও ভাবেই দায়ী থাকিবে না!)
★*★সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক৷ কারো চরিত্রের সাথে মিলে গেলে সেটা নিতান্তই কাকতালিয়৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


