চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশের ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর এর তথ্য মতে সিটি কর্পোরেশনগুলো হলো-গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা।
এবার আসি আমরা যারা সিটি এলাকায় থাকি তারা সব সময় মশার যন্ত্রনায় অতিষ্ট।
জানিনা এবার যে ৫ টি সিটিতে নির্বাচন শেষে মেয়র আসবে তারা কি পারবেন আমাদের মশা থেকে মুক্তি দিতে।
শতভাগ না হলেও ৯৫ শতাংশ মশার বংশ বৃদ্ধি রোধে পদক্ষেপ চাই
যারা মেয়র প্রার্থী হবেন আশা করি তারা ইশতেহারে নয় সঠিক পদক্ষেপের মাধ্যমে মশা নিধন করবেন বলে আশা রাখি।
আর আপাতত ৩ থেকে ৪ মাস যারা মেয়র আছেন দয়া করে শেষ সময়ে একটু কঠিন পদক্ষেপ নিন। যাতে নমিনেশন পেলে ভোটের মাঠে জনগন আপনার এই মশা নিধনের পদক্ষেপে খুশি হয়ে আবারও এই একটা কারনে অন্তত ভোটটা দেয়।
আপাতত এতোটুকুই

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




