রাস্তায় যেতে যেতে বড় বড় সাইনবোর্ড চোখে পড়ল, দীপ্ত টিভির। অপরাজিতা পালকি সিরিয়ালের। আমার কলকাতা সিরিয়াল প্রেমী মাকে বললাম- নতুন একটা চ্যানেল এসেছে বেশ বড় বড় করে সাইনবোর্ড দিয়ে সিরিয়ালের প্রচার করছে। দেখতো কী অবস্থা।
আজ সকালে নাস্তা খেতে খেতে টিভি দেখছি। দীপ্ত টিভিতে আটকালাম। দেখি যে এক অসহায় মেয়ের ট্রাকের সামনের ছবি এক ক্যামেরাম্যান তুলছে। মা দেখে বলল আরে, একে এর মধ্যেই ঘর থেকে বের করে দিয়েছে। বেশ মজা পেলাম। এখন পর্যন্ত বিজ্ঞাপন কম। কারন হতে পারে বিজ্ঞাপন পাচ্ছে না, আরেকটা দেখলাম খালি বেলিসিমো আইসক্রীমের বিজ্ঞাপন।
তবে যাই হোক মহিলাভিত্তিক সিরিয়াল দিয়ে হলেও যদি কিছুটা দেশের চ্যানেলের দিকে নজর ফিরানো যায় , খারাপ কিসের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


