চাকা বন্ধের দিনে রাস্তায় টায়ার পোড়ে
যেন আমরা আর এ সভ্যতা চাইনা
যে সভ্যতার শুরু চাকার ওপর
তাই মানিনা কোন যানের চলাচল
যে সব চাকার ওপর দিয়ে ওরা গড়িয়ে
নিয়ে গেছে সভ্যতা আমরা তার নিকুচি করি
এই সেই চাকা যা গড়িয়ে নিয়ে যায়
হাড়জির জিরে মানুষের মৃতদেহের ওপর দিয়ে
পুঁজিপথিদের পণ্য, রাজকুমারীদের ঘৃত মাখা দেহ
এসো পালন করি আজ চাকাবন্ধের দিন
এসো আজ পোড়াই টায়ার পুজিঁতন্ত্রের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



