“তুমি কি খেয়েছ?”
“তুমি কী খেয়েছ?”
প্রশ্ন দুটি একইরকম দেখালেও তারা আসলে দুটি ভিন্ন প্রশ্ন। প্রশ্ন দুটির উত্তরের দিকে তাকালেই ব্যাপারটি বোঝা যাবে।
প্রথম প্রশ্নটির উত্তর হতে পারেঃ
“হ্যা, আমি খেয়েছি।” অথবা, “না, আমি খাইনি।”
দ্বিতীয় প্রশ্নটির উত্তর হতে পারেঃ
“আমি ভাত খেয়েছি।”
প্রায়ই অনেককে 'কি' এবং 'কী'-কে গুলিয়ে ফেলতে দেখা যায়। ‘কি’ একটি অব্যয়। এটি সাধারণত সংশয়সূচক প্রশ্ন বোঝাতে ব্যবহৃত হয়। যেমনঃ “তুমি কি যাবে?”। অপরদিকে ‘কী’ হচ্ছে একটি সর্বনাম পদ। কোনো বস্তু বা বিষয় জানতে চেয়ে প্রশ্ন করা হলে এটি ব্যবহৃত হয়। এছাড়া বিশেষণ হিসেবেও ‘কী’ ব্যবহৃত হতে পারে। যেমনঃ “আহা, কী আনন্দ!”
যারা ব্যাকরণের ঝামেলায় যেতে চান না, তারা এই নিয়মটি অনুসরণ করতে পারেন-
যেসব প্রশ্নের উত্তর কেবল ‘হ্যা’ বা ‘না’ দিয়ে দেওয়া সম্ভব, সেসব প্রশ্নে ‘কি’ ব্যবহার করুন। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে ‘কী’ ব্যবহার করুন।
পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




