সরকারের উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে : ১১ দল
এই সরকারের ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। কেননা, সরকারের পদক্ষেপের ফলে দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছেন।
১১ দলের পরিকল্পনা পরিষদের সভায় বক্তারা এ কথা বলেন। গত শনিবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলের নেতারা বলেন, সংশোধিত আইন যথাযথভাবে প্রয়োগ ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে নির্বাচনসংক্রান্ত সব সংশয় দূর করতে হবে।
সভার প্রস্তাবে নির্বাচন কমিশনের আইনি সংস্কারের যথাযথ বাস্তবায়নের ও নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর করার আহ্বান জানানো হয়। এ ছাড়া আগামী নির্বাচন বাধামুক্ত করতে এখনই রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
সভায় বলা হয়, নির্বাচন বানচালের জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। সভায় ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয়।
সভায় ১১ দলের নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, কমান্ডার আবদুর রউফ, আবু হামেদ সাহাবুদ্দিন, জাকির হোসেন, মাহমুদুর রহমান বাবু, বিমল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




