আপনি কি ৩ সেকেন্ড এর মধ্যে বলতে পারেন ৫৩x১১=?
এটা অনেক সহজ তাই আপানাদের সময় শুরু হল এখন..১….২…..৩.....সময় শেষ।
আপনার পাওয়া উত্তর যদি ৫৮৩ হয়, তাহলে তো খুব ভাল আর যদি এটা নাও হয় চিন্তার কোনো কারন নাই দুই মিনিট পর আপনিও ৩ সেকেন্ড এর মধ্যে যেকোনো দুই ডিজিট সংখ্যার এর সাথে ১১ এর গুণফল বের করতে পারবেন।আমরা যে দুই ডিজিট সংখ্যার সাথে ১১ দিয়ে গুন করব সেটার মাঝে একটা ফাঁকা জায়গা রাখব। এখন ঐ সংখ্যা দুইটার যোগফল ফাঁকা জায়গায় বসাবো।
৫৩x১১=৫( ) ৩
এখানে ৫৩ এর সাথে ১১ গুণ করা হয়েছে।
৫৩x১১=৫(৫+৩)৩
একটু ভাল করে খেয়াল করলে দেখা যাবে ৫+৩=৮ যেটা ঐ ফাঁকা জায়গায় বসে হয়েছে ৫৮৩ এবং এটাই আমাদের কাঙ্খিত উত্তর।
আমারা আর একটা দুই ডিজিট এর সংখ্যা নেই “৭২” এবং এটাকে ১১ দিয়ে গুণ করি
৭২x১১=৭৯২
এখানে ৭+২=৯ অতএব ৭২x১১=৭৯২ আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন।
এবার বলুন তো ৭৫x১১=?
এখানে ৭+৫=১২ তাহলে ৭৫x১১=৭১২৫ কি আপনাদের উত্তর কি এটাই এসেছে ? যদি এটাই আসে তাহলে আপনাদের উত্তরটা সঠিক হয় নাই। কারন আগেই বলেছিলাম দুইটি সংখ্যার মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখতে হবে কিন্তু এইখানে ৭ আর ৫ যোগ করলে ১২ মানে দুই ডিজিট সংখ্যার মান পাওয়া যায় যা একটি ফাঁকা জায়গায় রাখা সম্ভব না। খুব সহজেই এটা সমাধান করা যায় আমারা ৭+৫=১২ এই ১২ এর ১ ,৭ এর উপরে লিখব তারপর এর যোগফল বের করব নিচের মতো করে তাহলে উত্তর হবে ৮২৫।
১
৭২৫
৮২৫
আপনাদের কাছে আমার প্রশ্ন বলুনতো ৬৩x১১=?
এখানে ৬+৩=৯ ,অতএব ৬৩x১১=৬৯৩ আমার মনে হয় এখন থেকে আপনারা ৩ সেকেন্ড এর মধ্যে যেকোনো দুই ডিজিট সংখ্যা এর সাথে ১১ গুণ করতে পারবেন, নাকি কি পারবেন না?
মন থেকে বলেন…..
এবার আপনাদের কাছে একটি প্রশ্ন ২১৪৩২ X ১১=?
(সময় মাত্র ৬ সেকেন্ড)
কি গণনা করা শেষ হয়েছে?
সঠিক উত্তর হলঃ ২৩৫৭৫২
আপনাদের উত্তর যদি এটাই হয় তাহলে আপনাদের গণনা করার ক্ষমতা খুব ভাল ।আর যদি আপনার উত্তর এটার থেকে ভিন্ন হয় বা আপনি ৬ সেকেন্ড সময়ের মধ্যে গুণফল বের করতে না পারেন তাহলেও চিন্তার কোন কারণ নেই। আশা করি আর ২-৩ মিনিট পর আপনি যেকোন-যেকোন ডিজিট এর সংখ্যার সাথে ১১ এর গুনফল বের করতে পারবেন।
আমরা শুরু করি ,
প্রথমে যে সংখ্যার সাথে ১১এর গুন করতে হবে তার প্রথম ডিজিট(২) উত্তর এর প্রথম ডিজিট(২) হবে।এবার প্রথম ডিজিট(২) এবং দ্বিতীয় ডিজিট (১) এর যোগফল (৩) ,উত্তর এর দ্বিতীয় ডিজিট হবে-
২+১=৩ এবং একইভাবে পর্যায়ক্রমে এভাবে চলতে থাকবে............
যেমনঃ ১+৪=৫ যেটা উত্তর এর ৩য় ডিজিট,৪+৩=৭,৩+২=৫…..
সবশেষে, ১ম ডিজিট এর মত শেষের ডিজিট(২), উত্তর এর শেষ ডিজিট (২) হবে।
৪২১৬X ১১=?
আপনার কাছে কি মনে হচ্ছে এটি অনেক সহজ ?
সঠিক উত্তর টি হলঃ ৪৬৩৭৬
এখানেও প্রথম ডিজিট (৪) উত্তর এর প্রথম ডিজিট (৪) হবে আগের মতই প্রথম ডিজিট(৪) এবং দ্বিতীয় ডিজিট (২) এর যোগফল (৬) উত্তর এর দ্বিতীয় ডিজিট(৬) এইভাবে চলতে থাকবে…. শেষের ডিজিট উত্তর এর শেষ ডিজিট হবে।
আমরা আরও একবার চেষ্টা করি ৩৫৬৩X১১=?
এখানে ১ম ডিজিট উত্তর এর ১ম ডিজিট হবে, তারপর ৩+৫=৮ হবে পরের ডিজিট, ৫+৬=১১ হবে তারপরের ডিজিট কিন্তু ১১ যেহেতু দুই ডিজিট সংখ্যা তাই ১১ এর ১ম ডিজিট ৮ এর উপর এবং ২য় ডিজিট স্বাভাবিক নিয়মে ৮ এর পরবর্তী সংখ্যা হবে, ৬+৩=৯ হবে তারপরের ডিজিট এবং সবশেষে শেষের ডিজিট উত্তরের শেষ ডিজিট হবে।
১
৩৮১৯৩
৩৯১৯৩
অতএব সঠিক উত্তর টি হলঃ ৩৯১৯৩
আশা করছি এই পর্যন্ত যা শিখলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই মজাও পেয়েছেন। মনে করুন,এরপর থেকে কোন একজন লোক আপনাকে ১১ এর সাথে কোন সংখ্যার গুণ জিজ্ঞাসা করলো, আপনি ৫-৬ সেকেন্ড এর মাঝে উত্তর দিয়ে দিলেন লোকটা তখন কি মনে করবে? মনে করবে,আপনি একজন জিনিয়াস!!
সবচেয়ে মজার কথা হচ্ছে এই ভাবে শুধুই ১১ না অন্য সংখ্যা যেমনঃ ১২,১৩,১৪,১৫,১৬,………সংখ্যা গুলোর সাথে সকল সংখ্যার গুণ করা যায়। কি অবাক লাগছে তাইনা।ভাবছেন কেন সারা জীবন এত কঠিন নিয়মের গুন করা শিখেছেন ।অন্য সংখ্যা গুলোর সাথে কিভাবে সকল সংখ্যার গুন করা যায় এটা আপনারা নিজে নিজে বের করার চেষ্টা করতে পারেন কিভাবে এটা সম্ভব।
মূল লেখা এইখানে: -->https://www.facebook.com/math.me
যারা মাতৃভাষাকে এতটুকুন হলেও ভালোবাসেন তারা সবাই এই গ্রুপে যোগ দিন এবং অন্যকেও যোগ করুন।
লার্ভাস অব দ্যা মাদার্স ল্যাগুয়েজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






