
মুলত টেকটিউনে পোষ্টটি পড়ে সবার সাথে শেয়ার করবার ইচ্ছা হলো, তাই সেটিই আবার পোষ্ট করলাম। মুল লিং্ক Click This Link সেখান থেকে কিছুটা তুলে ধরলাম
""""বর্তমানে চলচিত্রে সিজি (কম্পিউটার গ্রাফিকস) বা এনিমেশনের ব্যবহার অহরহ। হলিউডের বেশীর ভাগ চলচিত্রে সিজি এর ব্যবহার আজকাল সাধারন বিষয় হয়ে দাড়িয়েছে। তবে যদি বলি বাংলাদেশী চলচিত্রে সিজি এর ব্যবহার শুরু হয়েছে তাহলে অবাক হবেন নিশ্চই।
হ্যাঁ ঠিক এমনই একটি কাজ করে দেখিয়েছে ” হাল্কা ” নামের স্বল্প দৈর্ঘের (৪৫ মিনিট) প্যারোডি চলচিত্রটি। নামটা চেনা চেনা লাগছে তাইনা। হলিউড ফিল্ম হাল্কের মতই এবার বাংলাদেশেই তৈরী হল হাল্ক তবে নামটা হচ্ছে ” হাল্কা ”
হাল্কার মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন জাহিদুল আলম (সেলিম) । স্বল্প দৈর্ঘের এই চলচিত্রে যে সকল শিল্পী অভিনয় করেছেন তাদের প্রায় অনেকেই নবাগত শিল্পী। এমনো অনেকে আছেন যারা কখনো ক্যামেরার মুখমুখি হননি। সে হিসেবে বলা যায় ভালই অভিনয় করেছেন তারা। ....................স্বল্প দৈর্ঘের চলচিত্র হলেও আফগানী রানা এবং তার টিম যে দারুন একটি কাজ আমাদের উপহার দিয়েছেন সেজন্য তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুধু তাই নয় তারা যে চলচিত্রে সিজি ব্যবহারের ধারার সূচনা করেছেন অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে হলিউডের মত বাংলাদেশী চলচিত্রেও সিজি ব্যবহারের প্রচলন শুরু হবে। ” তার ছেড়াঁ ” ভবিষ্যতেও নতুন শিল্পিদের প্রাধান্য দেবে।
হাল্কা খুব শিঘ্রই রিলিজ হবে কোন নন-কনভেনশনাল থিয়েটারে এবং পরবর্তীতে ডিভিডি আকারে প্রকাশ পাবে।"""""
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ সকাল ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





