সময় আর সুযোগের অভাবে লেখা হয়নি অনেক কথা। সংক্ষেপে লিখব আজ। ২০১১ সালের ১৫ই মে যাত্রা শুরু করে ডাচ বাংলা ব্যাংক। সারা দেশজুরে শাখা সহ সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি। ইতি মধ্যে সিটিসেল, বাংলালিঙ্ক ও এয়ারটেল ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত হয়ছে। মোবাইল ব্যাংকিং-এ এই সফলতা শুধু দেশের সাধারণ মানুষকেই ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত করেনি, ডাচ বাংলা ব্যাংককে বিশ্ব দরবারে করেছে সম্মানিত।
সম্প্রতি গত ০১ নভেম্বর, ২০১১ দুবাইএ Mobile Money Awards ঘোষণা করা হয়। সেখানে বিভিন্ন বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। যেখানে ডাচ বাংলা ব্যাংক ২টি পুরুস্কার পায়। পুরস্কারগুলো
১। Best bank led programme এ প্রথম এবং
২। Best mobile money launch এ Runners up
লিঙ্ক ঃ Mobile Money Awards
Mobile Money Advisory Board
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




