somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার কিছু কিছু পাঁচ মিশালি জোকস >>>কমন পড়লে/রিপোষ্ট হইলে আমি সরি

০১ লা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

============================================
@@@@@@@@@@@@

এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা

১ম দরজায় লিখা: চাইনিজ খাবার
২য় দরজায় লিখা: বাঙালী খাবার
৩য় দরজায় লিখা: ইংরেজ খাবার

লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন

১ম দরজায় লিখা: বাড়ি নিয়া খাইবেন
২য় দরজায় লিখা: হোটেলে খাইবেন

লোকটি হোটেলে খেতে চেয়েছিল তাই হোটেলে খাইবেন লিখা দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন

১ম দরজায় লেখা: এসি
২য় দরজায় লেখা: নন এসি

লোকটি এসি রুমে খেতে চেয়েছিল তাই সে এসি লিখা দরজাটায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন

১ম দরজায় লিখা: ক্যাশ খাইবেন
২য় দরজায় লিখা: বাকি খাইবেন

লোকটি ভাবল বাকি খেলেই ভাল হয় তাই সে বাকি খাবেন দরজা টা খুলে বেরোতেই সে নিজকে রাস্তার মধ্যে পেল
=============================================

@@@@@@@@@@@@

টীচারঃ তুমি কি পরীক্ষার সময় পাপলুর খাতা দেখে উত্তর লিখেছো?

হাবলুঃ না তো

টীচারঃ তাহলে তোমাদের দুইজনের উত্তর একইরকম হলো কেন?

হাবলুঃ আপনি টীচার হয়ে এরকম আজব প্রশ্ন কেন করছেন? আপনি আমাদের একইরকম প্রশ্ন দিয়েছেন তো উত্তরও একই রকম হবে...তাই না? !!!!
=============================================

@@@@@@@@@@@@

বরদের ভাবনা...

১৯৭০ সাল যৌতুক হিসেবে যদি রেডিও পাওয়াযেত
১৯৮০ সাল যৌতুক হিসেবে যদি সাইকেল পাওয়া যেত
১৯৯০ সাল যৌতুক হিসেবে যদি মোটর সাইকেলপাওয়া যেত
২০০০ সাল যৌতুক হিসেবে যদি কার পাওয়া যেত
২০১১ সাল শুধু বিনা বয়ফ্রেন্ডে র একটা বউ পাইলেই চলে... আর কিছু চায় না
২০২১ সাল আল্লাহ একটা মাইয়া দেও bf থাক আর gf-ই থাক মাইয়ার...মাইয়া হইলেই চলব!
=============================================

@@@@@@@@@@@@

মেয়ে দেরী করে বাড়ি ফিরলো|

বাবা জিজ্ঞাসা করলো “কোথায় ছিলে ?”

মেয়ে বললো -বন্ধুর বাসায় ।

বাবা মেয়ের সামনেই তার দশজন বন্ধুকে ফোন দিল …

#--> ৪ জন বললো ___“ও তো এখানেই ছিলো” !
#--> ২ জন বললো ___“ওহ আংকেল.. ও তো এই মাত্র বের হয়ে গেল”!
#--> ৩ জন বললো ___“ও তো আমার বাসায় পড়ছে । ওকে কি ফোনটা দিব?” !!

#--> ১ জন তো পুরাই উড়াধূরা । ___সে বললো “হ্যা ,বাবা, বলো…. ” !!
===========================================

@@@@@@@@@@@@

প্রেমে পড়ার আগের গান-
আর কতকাল থাকবো একা?

প্রপোজ করার পরের গান-
সময় যেন কাটে না...

প্রেমের প্রথম ৬মাসের গান-
তুমি যেখানে আমি সেখানে...

ঝগড়া হবার পরের গান-
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়...

মিল হবার পরের গান-
You r coming back to me
because thiz iz pure love...

অতঃপর ব্রেকআপ হবার পরের গান-
I am so lonely broken angel...
=============================================
@@@@@@@@@@@@

একবার আমাদের মিস্টার আবুল মাইক্রোসফট কোম্পানি তে যোগ দেয়ার জন্য আবেদন করছেন সেখান থেকে তার রিফিউজ লেটার আসছে

Dear Mr. Abul HOssain ,
You do not meet our requirements.
Please do not send any further correspondence.
... ... No phone call shall be entertained.

Thanks
Bill Gates
আবুল মামা এই চিঠি পড়ে খুব ই খুশি হলেন আর সেই সাথে প্রেস কনফারেন্স ডেকে ফেললেন
“ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা জেনে খুশি হবেন যে আমেরিকাতে আমার চাকরি হইয়া গেছে!!” সবাই খুশিতে হাত তালি দিল সে আবার বলতে থাকলো “ আমি আপনাদের সবাইকে আমার নিয়োগপত্র পড়ে শোনাচ্ছি কিন্তু ইংরেজিতে লিখছে তাই সবার বুঝার সুবিধার জন্য বাংলাতে পইড়া শোনাব
Dear Mr. Abul HOssain – প্রিয় আবুলহোসেন ভাইয়া
You do not meet- আপনে তো আমার সাথে দেখাই করেন না!!
our requirement – আমাদের দরকার
Please do not send any further correspondence – এখন চিঠি পত্র পাঠানোর কোন দরকার নাই
No phone call –ফোন করার ও দরকার নাই
মানে আমারে এইসব ঝামেলা না কইরা ডাইরেক্ট যাইতে কইছে!!
shall be entertained- বহুত খাতির করা হইব
Thanks – আপনাকে অনেক ধন্যবাদ
Bill Gates – তোমার বিল্লু
===========================================

@@@@@@@@@@@@

ফেসবুক সম্পর্কিত নিউটনের অপ্রকাশিত সূত্র:

1. প্রত্যেক রিয়েল আইডির
একাধিক মাল্টি/ফেক আইডি আছে।

2. একজন ছাত্রের ফেসবুকেতে কাটানো সময় তার
পরীক্ষায় প্রাপ্ত
নম্বেরর ব্যস্তানুপাতিক, অর্থাত ফেসবুকেতে ব্যয়িত
সময় যত বেশি হয়, পরীক্ষার নম্বর তত কম হয়।

3. মেয়েদের স্ট্যাটাসে
পরা লাইক/ কমেন্ট= ছেলেদের
স্ট্যাটাসে পড়া লাইক/
কমেন্ট X 14

4. কোন মেয়ের ছবিতে ছেলেদের 'তেল মারা' কমেন্ট
অবশ্যই থাকবে এবং ছবি যত সুন্দর হবে তেলের
পরিমাণ তত বাড়বে।

5. ফ্যান পেজগুলোয় কোন
জোকস সৃষ্টি বা ধ্বংস হয়
না; একই জোকস্ কেবল এক পেজ থেকে অন্য
পেজে রূপান্তরিত হয় মাত্র।


=============================================


@@@@@@@@@@@@

একবার এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করল
অ্যাম্বুলেন্স সাদা হয় কেন??
ছাত্রের উত্তরঃ
অ্যাম্বুলেন্স এ অক্সিজেন সিলিন্ডার থাকে
অক্সিজেন একটা গাস, গ্যাস রান্নার কাজে ব্যবহার হয় আর খাবার ভিটামিন
এর উৎস, আমরা সূর্য থেকে ভিটামিন D পাই সূর্য আলো দেয়, আলো বাল্ব থেকে আসে
ক্রিসমাস ট্রি তে ছোট বাল্ব লাগান হয় ক্রিসমাস মানে গিফট সান্তা গিফট নিয়ে আসে
সান্তা দক্ষিন মেরুতে থাকে ওইখানে মেরু ভাল্লুক থাকে
মেরু ভাল্লুক সাদা
এই জন্য অ্যাম্বুলেন্স সাদা!!

মরালঃছাত্রদের সাথে বুইঝা শুইনা কথা কইবেন নাইলে আপনার মাথা খারাপ করার ক্ষমতা ছাত্ররা রাখে
আসলেই আমরা ছাত্ররা সব পারি পরীক্ষাতে কোন প্রস্নের উত্তর না পারলেও অনেকটা এই ভাবে উত্তর দিয়ে থাকি!!!

=============================================

@@@@@@@@@@@@

এক চেইন স্মোকার কে একদিন ২ টা সিগারেট একসাথে জ্বালাতে দেখে এক ব্যাক্তি জিজ্ঞাসা করলো , ” ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি? ”
লোকটি উত্তর দিল,
আমার বন্ধু মারা জাওয়ার আগে আমাকে বলে গিয়েছে ,’ দোস্ত, যখনি বিড়ি খাবি, আম্র নাম করেও একটা খাবি”
এই জন্যেই ২ টা খাচ্ছি।
এর কিছু দিন পর একদিন তাকে ১ টি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করলো ,
কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি?
লোকটির উত্তর,
ভাই, আমি সিগারেট খাওয়া ছেরে দিয়েছি । এখন শুধু বন্ধুর টা খাচ্ছি।।
=============================================
দুইটি বাক্য
=============================================

=============================================

ভালবাসা কখনো আসল/নকল হয় না।
যেটা নকল সেটা ভালবাসা না!
আর "আসল" নামক বিশেষনের অপেক্ষায় ভালবাসা থাকে না!
=============================================

=============================================
"তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো।" ~ আরবী প্রবাদ।
=============================================
সংগৃহিত
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

আমার প্রফেশনাল জীবনের ত্যাক্ত কথন :(

লিখেছেন সোহানী, ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪



আমার প্রফেশনাল জীবন বরাবরেই ভয়াবহ চ্যালেন্জর ছিল। প্রায় প্রতিটা চাকরীতে আমি রীতিমত যুদ্ধ করে গেছি। আমার সেই প্রফেশনাল জীবন নিয়ে বেশ কিছু লিখাও লিখেছিলাম। অনেকদিন পর আবারো এমন কিছু নিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

×