বিল্লিগি আর শিঁথলে যত টোবে
গালুমগিরি করছে ভেঊ-এর ধারে
আর যত সব মিমসে বোরোগোবে
মোমতারাদের গেবগেবিয়ে মারে।
'যাস্নি বাছা জবরখাকির কাছে
রামখিঁচুনি রাবন-কামড় তার,
যাসনি যেথা জুবুজু ব'সে গাছে
বাঁদরছ্যাঁচা মুখটি ক'রে ভার।'
তাও সে নিয়ে ভুরপি তলোয়ার
খুঁজতে গেল মাংসুমি দুশমনে,
অনেক ঘুরে সন্ধে যখন পার
থামলো গিয়ে টামটা গাছের বনে।
এমন সময় দেখতে পেল চেয়ে
ঘুল্চি বনে চুল্লি-চোখের ভাঁটা
জবরখাকি আসছে বুঝি ধেয়ে
হিলফিলিয়ে মস্ত ক'রে হাঁ-টা।
সন্ সন্ সন্ চলল তরবারি।
সানিক্ সিনিক্। জবরখাকি শেষ।
স্কন্ধে নিয়ে মুন্ডুখানা তারই
গালুম্ফিয়ে যায় সে আপন দেশ।
'তোর হাতেতেই জবরখাকি গেল?'
শুধায় বাপে চামুক হাসি হেসে।
'আয় বাছাধন, আয় রে আমার কেলো,
বিম্বি আমার, বোস-না কোলে এসে!'
বিল্লিগি আর শিঁথলে যত টোবে
গালুমগিরি করছে ভেঊ-এর ধারে
আর যত সব মিমসে বোরোগোবে
মোমতারাদের গেবগেবিয়ে মারে।
(Jabberwocky অবলম্বনে)
সত্যজিত রায়
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




