বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা নেহাত কম নয়, এবং এ সংখ্যা বেশ দ্রুত গতিতে বেড়েই চলেছে। আমাদের এখানকার বাবা-মায়েরাও ছেলে মেয়ে কে ইংলিশে পারদর্ষী করার জন্য এই মিডিয়ামের দিকে ঝুকছেন। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ কিছু বলার নেই। সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে আমাদের ছেলে-মেয়েরা ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্ক নিয়ে আসছে প্রতি বছর। এই সকল বাবা-মায়ের কিন্তু লক্ষাধিক টাকা খরচ করে সন্তান কে বিদেশে পড়ানো সামর্থ নেই। তাই এই সব শীক্ষার্থীদের অনেকেই আর সবার মতো দেশের সর্বোচ্চ বীদ্যাপিঠ গুলো যেমন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দেখে। তাদের জন্য খুশির ব্যাপার হচ্ছে বাংলাদেশের যেকোন ইউনিভার্সিটি ও মেডিকেলে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। এই সুযোগ তাদের কে দেয়া হয়েছে বহু বছর আগেই, কিন্তু দেশের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য যে সকল গাইড রয়েছে, সব গুলোই পুরো বাংলায় লেখা। যে ছাত্র-ছাত্রীগুলো এত বছর ইংলিশে সকল সায়েন্সের ও বায়োলজী টার্ম গুলো পড়ে এসেছে, তারা ভর্তি যুদ্ধের সম্মূক্ষীন হয়ে, পরিচিত হয়ে এক নতুন সমস্যার সাথে। তারা যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে ভর্তির সুযোগ পায়, তবে আর সবার মতোই সব কিছু ইংলিশেই পড়বে তারা, কিন্তু কেবল ভর্তি হওয়ার জন্য সায়েন্সের তাবৎ থিওরী ও টার্ম তাদের মাত্র দুই মাসের মধ্যে বাংলায় পড়া লাগবে। এটা শুনে হয়তো খুব বড় সমস্যা মনে হচ্ছে না, কিন্তু এই সমস্যায় যারা পড়ে তাদের জন্য এটা এক জহমত ছাড়া আর কিছু নয়। এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে- তারা "CIRCUIT" নামের অতি সহজ একটি জিনিসকে এখন পড়বে "বর্তনী" নামক হাস্যকর একটি নামে। এই বাংলা শব্দগুলো শিখে তার পরবর্তী শিক্ষা জীবনে না কোন কাজে আসে, না তার ক্যারিয়ারে এগুলো কোন সাহায্য হয়
তারা যখন প্রশ্ন করে, সারাটা জীবন আমি সার্কিট কে সার্কিট পড়ে আসলাম, এখন এটা কে আমি বর্তনী ডেকে দুই মাস পরে তো আবার "CIRCUIT" ই বলবো, তবে এটা পড়বো কেন? তখন উত্তর দেয়ার মতো কিছু খুজে পাইনি আমি।
তাই আমার প্রশ্ন, এভাবে জোর করে এসব চাপিয়ে না দিয়ে তাদের জন্য আলাদা ভাবে গাইড বা ভর্তিপ্রস্তুতির সহায়িকা গুলো তৈরী করা কি খুব কষ্টসাধ্য হবে? সরকার বরাবরই এসকল শিক্ষার্থীদের প্রতি উদাসীন, কিন্তু তারা তো আমাদেরই সন্তান, এবং একটা কথা জোর দিয়ে বলা যায় যে তারা কিন্তু বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের চেয়ে পড়াশোনা বা জ্ঞানের দিক দিয়ে কোন অংশে কম যায় না। বিশ্বাস না হলে গণিত অলিম্পিয়াড বা কেমিস্ট্রি অলিম্পিয়াডের ভাল ফলাফল করা স্কুল গুলোর খোঁজ নিয়ে দেখতে পারেন। বাংলা মাধ্যমের ছাত্রদের পাশে বেশ ভাল একটি জায়গায় অবস্থান করছে এরা। সবাই এক সাথে দেশটাকে গড়ার জন্য নিজেদের কে গড়ে তুলবে, এটাই তো আমাদের কাম্য। এই গড়ে উঠার পথটিকে বন্ধুর না করলেই কি নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




