মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা, বাংলা আমাদের মায়ের ভাষা, এই ভাষাতেই বাঁচা-মরা। বাংলাকে প্রতিষ্ঠিত করতে হয়েছে আন্দোলন, ঝরেছে অনেক প্রাণ, দিতে হয়েছে রক্ত,যা বিশ্বে বিরল। ১৯৫২ বাঙালী জাতীর ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়। বাংলা ভাষার দাবিতে সেদিন শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিলো। বর্বর পাক বাহিনীর অস্ত্রের মুখে বুক পেতে ছিনিয়ে এনেছিলো মায়ের ভাষা বাংলাকে। আজ ২০১১। অর্ধশত বছর পেরিয়ে গেছে। মনের কোনে কোথায় জানি প্রশ্ন বিদ্ধ হয়। হয়েছে কি বাংলা শব্দের স্বাধীনতা? পেরেছি কি বাংলাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে? আমার মত অনেক অগ্গ মানুষের মনেই হয়ত এই প্রশ্ন জাগতে পারে। কিন্তু যারা বিগ্গ আছেন, যাদের একটু চেষ্টাতেই বদলে যেতে পারে প্রেক্ষাপট, তাদের মনে কি কখনও এই প্রশ্ন জাগে?
হয়তো জাগে। কিন্তু কেন নির্বাক নিশ্চুপ থাকেন তারা ? আমরা তো এই দেশের ধুলি মাটির সন্তান, আমাদের ঐতিহ্য আছে, আছে সংস্কৃতি। আমি তো আমার পিতৃ পরিচয় কে ভুলতে পারিনা, মুছে ফেলতে পারিনা বংশ পরিচয়। তবে কেন মাকে ভুলে যেতে বসেছি। কেউ কেউ হয়ত রাগতস্বরে অথবা যুক্তি দেখিয়ে বলবেন, কে বলেছে ভুলে থাকি? বছর ঘুরে একুশ এলেই তো আমরা এক মাস নানা আয়োজনের মাধ্যমে একুশকে স্বরণ করে থাকি। মাকে নিয়ে নানা বন্দনা গাই। কিন্তু ছোট মনের জানালায় কোথায় যেন একটু আঘাত লাগে, মা কি কেবল এক মাসের জন্য? একবার ভাবুন তো, যে শিশুটি এই পবিত্র কোলে জন্ম নিল, সে কি শিখলো? শেকড় যদি শক্ত না হয় গাছ কি সবল হতে পারে? আমার কেন জানি মনে হয় শেকড়েই ভুল আছে। কি বোকা মুর্খ মনে হচ্ছে আমাকে? হতেই পারে, কারন দু কলম লেখা পড়া শেখারাই তো সমাজে শিক্ষিত। যা হোক শেকড়ের কথা বলছিলাম। আপনাকে প্রশ্ন করি, বাংলা ভাষার মাসের তারিখ ২১ শে ফেব্রুয়ারী কেন রাখলেন? কেন ৮ই ফাল্গুন রাখলেন না? খুব বেশি ক্ষতি হত কি? কেন গাইলেন আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলেতে পারি। তবে কি ভাববো না ঝি কে মেরে বউকে বোঝানো। আমরা গর্ব করে বলি বিশ্ব দরবারে বাংলাকে প্রতিষ্ঠিত করেছি। লাভটা কি? যেখানে রক্ত দিলাম সেখানেই তো প্রতিষ্ঠত করতে পারিনি। কোন ক্ষেত্রের কথা বলবেন? সর্বক্ষেত্রেই বাংলাকে অংগহানী করা হচ্ছে, আর তাতেই আমরা মজা পাচ্ছি। তবে কি লাভ বাংলাকে নিয়ে এত মাতা-মাতি করে। আবারও বলছি বোকা বলবেন, বলেন। গালি দিবেন, দেন। যেটাই করেন বা বলেন বুকে হাত দিয়ে বলবেন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




