কেন যেন মন আজ কাঁদছে।
এক পা : মা toilet এ যাব.... নিয়ে যাও না please.... রান্না পরে করো প্লিজ.......... মা নিল না আমাকে তাই floor এ করে দিলাম পিসু
দুই পা : মা বলল - chips কেন খাও নি?? আমি উওর দিলাম যে - আমি রোজা রেখেছি মা.... তাই টিফিন খেয়েছি কিন্তু chips টা রেখে দিলাম। মা সেদিন সারা দিন হেসেছে।
তিন পা : স্কুল এ parents day..... মানে আমার কপালে জটিল মাইর। সন্ধায় মা ঘরে এসেই শুরু।
" ক্লাস এ ফার্স্ট হলে কি হইসে..... তোর নাম এ এতো complain কেন??? "
আহারে বকা কত প্রকার ও কি কি, তা হারে হারে টের পাচ্ছি। সাথে যোগ হলো কয়েকটা থাপ্পর। আব্বু না থাকলে আজকে তো....... আর বললাম না থাক।
চার পা : মা আমি বাংলাদেশ এ যাব না না না.... আমি আব্বুকে ছাড়া কিভাবে থাকব???? আমাকে এখানে থাকতে দাও না মা......
মা শুনলো না আমার কথা। নিয়ে যাচ্ছে আমাকে সাথে করে বাংলাদেশ এ।
পাঁচ পা : মা গো!!!! একটা ক্লাস এ ৬০ জন মেয়ে!!!!! এতো একসাথে কিভাবে পড়ে??? (আবুধাবীতে একটা ক্লাস এ ২০ জন এর বেশি student নেয় না) শুরুটা বেশ তিক্ত ছিল। বাংলাদেশ এ মানুষ বলে যে বাইরের পথিবী নাকি খুব ফাস্ট কিন্তু আমি বুঝলাম যে বাংলাদেশ বেশ কিছু ব্যপারে অনেক ফাস্ট । পরে বুঝলাম society different. সত্যি বলতে একেবারেই মানিয়ে নিতে পারিনি।
এরপর .......এরপর..... আপন মনে হেটে যাচ্ছিলাম। ভাগনি বলল - "খালামনি বাসায় যাব"।
কখন যে beach এর শেষ মাথায় চলে এসেছি নিজেই জানি না। And how did my foot steps became so big that within 5 steps the beach is over????
মাপা আর শেষ করা হয়নি। আরেক দিন মাপবো। আজকে নাহয় থাক। ।
----- দহন
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




