আমার অসম্পূর্ণ অস্তিত্ত আর অচেনা ছায়া সাথে নিয়ে আমি একপা একপা করে হাটতে তো শুরু করলাম তবে জানতাম আর কখনোই নিজের প্রকৃত সত্তা খুজে পাব না। আমার অস্তিত্ত ছিল তোমার সাথে বাধা, আর আমাদের এ বাধনে দূরত্বের চির ধরেছিল।
তোমার কি মনে আছে আমরা সারা রাত অন্ধকার আকাশের উজ্জল তারাগুলোর দিকে চেয়ে থাকতাম?? আজও তারাগুলোর পানে চেয়ে আছি।
চোখ দুটো বন্ধ করে তোমার স্পর্শের ছোয়া অনুভব করছি। এই বিষন্ন রাতেও আনন্দের উষ্ঞ আমেজ আমায় ছুয়ে যাচ্ছে.......তুমি আমার পাশেই আছো.....আমার দিকে চেয়ে আমার নাম ধরে ডাকছো....হৃদয়ের গভীরে আমি জানি কোনো মানুষই তার নিজেকে সম্পূর্ণ রুপে চিনে না কিন্তু তুমি যখন আমার নাম নিয়ে আমাকে ডাকলে, আমি যেন আপন সত্তা খুজে পেলাম। তুমি আমার হাত দুটো শক্ত করে ধরলে.....আস্বস্ত করলে সব ঠিক হয়ে যাবে বলে।
কিন্তু চোখ দুটো খুলে দেখি হাতের উপর কয়েক ফোটা জল। তবে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার সাথে, আমার পাশে; আর কি চাই আমার.......
তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে রাজি। আজ পর্যন্ত তোমার কথা এক মুহুর্তের জন্য ভুলিনি। কিন্তু বাস্তবতা থেকে নিজেকে লুকিয়ে রেখে কিছু হবে না জেনে অপেক্ষায় আছি।
প্রত্যেক রাতেই তোমাকে সপ্নে দেখব এই আশা নিয়ে চোখ বন্ধ করি। যদি আজ না আসো তো কাল আসবে আমি জানি। এভাবেই তুমি আমার সাথে থাকো। তোমাকে যদি আরো কয়েকবার বলতে পারতাম তোমাকে কতখানি ভালবাসি..... আজ রাতে বলবো তোমাকে।
একদিন আমরা ঐ অন্ধকার রাতের সবচেয়ে উজ্ঝল তারা হয়ে জ্বলবো।
---------দহন
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




